Sunday, 14 May 2017

জাগো জাগো জননী

জাগো জাগো জননী

শ্যামল সোম

দেশ দেশান্তরে হে নির্যাতিতা বল
এ ভাবে পুরুষের কামনা বাসনা
পরিতৃপ্ত  করে তিন সতীন  সঙ্গে
ঘর বছর বছর আঁতুর ঘরে আর ঐ
রান্না ঘরে খাওয়ানো গুষ্টিকে সন্তুষ্ট
করে, আজীবন অসন্মানে পদতলে।
বিপণনের কাম্য  সামগ্রী, সুন্দরী দেহ
রঙিন-বিজ্ঞাপন মোড়কে বিশ্ব সুন্দরী
প্রতিযোগিতা নামে হাটের মাঝে নগ্ন
দেহ প্রতি নিয়ত প্রর্দশনে আত্ম গ্লানি
কি কখনো জাগে না জননীর তব মনে?
পুরুষের শয্যা সঙিনী হে নারী কৃতার্থ
হও, কাব্যিক ভাব প্রবণের  অপ্সরা ডাকে।
এই বিপন্নের বিশ্বাসে আর কত কাল ?
পরস্পরের প্রতি ভালোবাসা নয়, কাম
ছলনায় ছল করে বৈবাহিক জীবন নিত্য
দৈনন্দিন, অবক্ষয় থেকে কী পরিত্রাণ নেই?
আজ শেষ দেওয়ালে এসে ঠেকেছে পীঠ
ফেরার আর কী  পথ নেই, চারদিক থেকে
ঘিরে থাকা লোলুভের জিব লিপ্সায়,লক
লক,নাল পড়ছে দাড়ি  বেয়ে নেমে আসছে।
পুরুষ  পৈশাচিক  উল্লাসে নারীকে বেকাবু
করে পদতলে ফেলে পদলেহন করাতে--
পৌরুষের অহংকারের মিনার  উদ্দিষ্ট।
ওৎ পেতে আছে আবহমানকাল থেকে
সেই প্রাগ ঐতিহাসিক প্রস্তর যুগ, যুগান্তর
নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষন
কোন নির্দিষ্ট সময়, পাত্র, মর্জি মাফিক
টেনে হিঁচড়ে নিয়ে যেত পাহাড়ের গুহায়
একমাত্র  গর্ভে ধারণ করেছেন, গর্ভধারিণী
জননী, ভগ্নী বৌমা চিনতে পারতেন, বাঁধা
দেওয়ার  পরোয়ানা কোনদিন ছিলো না--!
আশচর্য  আজ একবিংশ শতাব্দীতে এসেও
পৃথিবীর তাবৎ দুনিয়ার  নারীদের এ অধিকার নেই।

এই ঐতিহাসিক সত্য থেকে শিক্ষা নিয়ে আপনারা
প্রারম্ভ, সবাই সতর্ক থাকুন, ততক্ষণ পর্যন্ত বন্ধুরা
প্রস্তুতি নিয়ে যেতে হবে যুদ্ধে।

No comments:

Post a Comment