এই তো আমার জীবন সঙ্গীত
শ্যামল সোম
সারা জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ
ছিল আমার পারিবারিক সুখে
দুখের সঙ্গী ছিলাম, সমাজের
উন্নয়নে বিপ্লবের স্বপ্ন দেখতে
গণ সঙ্গীত আন্দোলনে মিছিলে
হেঁটেছিলাম পতাকা নিয়ে, নিষ্ফল
প্রয়াস যৌবনে দৈনন্দিন জীবন
সুখ সাচ্ছন্দ বিসর্জন দিয়ে কত
শত প্রতিবেশীর আত্মীয় স্বজনের
নানা অসুবিধার সম্মুখীন হয়েও
প্রতি আমার আগ্রহ ছিল সবাইকে
সুখে রাখার জন্য প্রচেষ্টা অবিরাম।
আজ গতর গেছে জরাগ্রস্ত জরাজীর্ণ
অবহেলা অসম্মান আত্মগ্লানি, স্ত্রীর
মৃত্যুর পর একাকীত্ব স্যাত শেওলা ধরা
পলেসতার খোলে গেছে এ জীর্ণ ঘরে।
শেষে বয়েসে এই প্রাপ্য জীবন যাপন
বিধাতার হয়তো এই সঠিক মূল্যায়ন।
শৈশবে সংসারে অভাবে
খুইয়েছি আকাশে ঘুড়ি
ওড়ানো হলো না, লাল লাট্টু
ড্যাং গুলি লাটাই, মাঞ্জা,
কাঁটা চাঁদিয়ালে ঘুড়ি পেছনে
ছুটেছিলাম হঠাৎই সজোরে
এক লাথি বাবুদের ছেলেরা।
ছোটো লোক তস্করের বাচ্চা
জন্ম থেকেই চুরি জন্ম ভিখারী তুই
চোর অপরাধের গ্লানি কেটে নিল
শৈশব, কৈশোর কুলি কামিনী কঠোর
পরিশ্রমে সংসারের প্রয়োজনে
হারালাম যৌবনের প্রথম প্রেম।
আশ্চর্য সংসারের নিত্য নতুন
আজব লীলা খেলা বাজীকর
হে ঈশ্বর এবার ফিরাই মোরে।
হে কবি তোমার অসামান্য লেখা
"বার্ধক্য " আমাকে ভয়ার্ত ভাবে
অনুপ্রাণিত করলো, লিখবো জীবনের
পদ্মপাতার নিশ্চয়ই লিখবো জীবন সঙ্গীত।
No comments:
Post a Comment