জনৈকা সনামধন্যা খ্যাতিমান লেখিকা ও কবি
কৃপাময়ী প্রতি আমার শ্রদ্ধা নিবেদন এ অর্ঘ্য।
সুস্বাগতম আজ সুপ্রভাত শুভ জানাই,
মঙল ধ্বনি শঙ্খ তূর্য নিনাদ আমি শুনি
হে প্রিয় মোর কাব্যের নীলাভ স্বপ্নের দেবী
হে জননী ভগ্নী কখন কন্যা বঞ্চিত করো না
আমারে, তোমার কাব্যিক মন্তব্যে মগ্ন মন
বিমোহিত বিমুগ্ধ বৃদ্ধের প্রাপ্য নয় জানি তবু
ধুলোয় লুণ্ঠিত পোড়ামন মানে কৈ আকাশে
কুসুম কল্পলোকে, কাব্যের উদ্যানে অবাঞ্ছিত।
আমি তবু হে কবি তোমার কাব্যে রঙিন পুষ্প
চয়নে মনমুগ্ধকর মন্তব্যে আনন্দে অশ্রুপাত।
হে কবি কোন এক ক্ষণে যদি পড়ে প্রথিত মমনে,
মনে কৃপা বশত বদান্যতা তোমার শব্দের ঢেউয়ে
অলংকরণে মোহাচ্ছন্ন বাক্য অসামান্য বিন্যাসে
স্বর্ণ অক্ষরে লেখা এ তোমার বানী অনুপ্রেরণায়
আমি কৃতার্থ কৃতজ্ঞ রইলাম, শুভ কামনা রইল
স্রষ্টা আশীর্বাদ বর্ষিত হোক তোমার সাহিত্যিক জীবনে।
শ্যামল সোম
তারিখ : 16 --- 5 -- 17
No comments:
Post a Comment