Friday, 26 May 2017

বোকা আমার মেয়ে


বোকা আমার মেয়ে

শ্যামল সোম

ও মেয়ে ভালোবাসার ছলনায়
মুখোশ পরা সুদর্শন প্রেমিকের
হাত ধরে হেঁটো না, ওরে বোকা
মেয়ে তুই এও জানিস না শুধুমাত্র
ভালোবাসার মানুষ তোর বাপ মা।
আর কেউ না সবার সাথেই তোর
আর তার ঐ পারস্পরিক সম্পর্ক
ঐ লেনদেন,দেনা পাওনা হিসেব
নিকেশ, প্রেম ভালোবাসা হাস্যকর,
বিশ্বাস কর  ঐ গুলো কাব্যিক শব্দ।
মেয়ে তোর পায়ের তলার ভিত ধ্বসে
পড়ার আগেই মাটি শক্ত কর আগে,
পাছে ঠেলা দিলেই তোর অতলে তলিয়ে
যাওয়ার সম্ভাবনা আছে তো? না স্বপ্ন
দেখার এখন বাসনা চরিতার্থ করতে
পালাবি শেষে, হতভাগী ফিরতে পারবি?
যখন, তোর দেওয়ালে ঠেকবে পিঠ,
অন্ধকারাচ্ছন্ন জীবন, বিষাদ বিপন্ন
দৈনন্দিন জীবনে এ হেন কষ্টকর দিন
যাপনের আত্মগ্লানি অসম্মান অকথ্য
গালাগাল প্রতিনিয়ত ধর্ষণ সহ্য হবে তোর?
গুমড়ে গুমড়ে কেঁদে কেঁদে, ক্লান্ত অবসন্ন
ক্ষত বিক্ষত মন,
তারপরেই কি আত্মহনন?

No comments:

Post a Comment