আবহাওয়া বৃত্তান্ত
শ্যামল সোম
নীল আকাশের শরীর ভালো নেই বৈশাখের চড়াই রোদে অসুস্থ হয়ে পড়েছে।
ঝড় এই অপেক্ষায় ছিলো, দৈত্যের ঝড় ঝাঁপিয়ে পড়ছে। ঝড়ের তান্ডবে লন্ড
ভন্ড করে আকাশকে নাস্তা নাবুদ করছে। বজ্র কোথা দ্রুত বেগে ছুটে এসে, মেঘেদের সাথে লড়াই করতে শুরু করলো মেঘেরা আকাশের বন্ধু, তারা ভয়ংকর ভাবে উল্লাসে হারে রে রে রে করে তেড়ে এলো, মেঘেদের ঘর্ষণে প্রচন্ড শব্দে হুংকার ধ্বনি চারি দিকে প্রতি ধ্বনি কেঁপে কেঁপে উঠছে চারিদিক। বজ্র ক্রোধে উন্মাদনায় তার শেষ অস্তিত্ব বজায় রাখতে ক্ষেপণ
অস্ত্র নিক্ষেপ করলো কড় কড় ভয়াবহ আওয়াজে ঝলসে উঠলো বিদ্যুত আকাশের গায়ে আকাশ ব্যথায় চিৎকার করে উঠলো। কদাকার অসুরের মতো ঝড় কাল বৈশাখী হানা দিয়ে সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেল।
ক্লান্ত মেঘেরা রণক্ষেত্র অবসন্ন ক্ষত বিক্ষত আহত সৈন্যদের হৃদয়ে পুঞ্জীভূত আক্রোশে কালো কালো মেঘেরা সদল বলে আকাশের বুকে জমছে, আকাশ কালো মেঘেদের স্পর্শে আঁধারে ঢেঢেকে গেল।
রূপবতী মধ্য যৌবনা ঈষৎ মেদ মধুর হস্তিনী বর্ষা হেলতে দুলতে আকাশের পূর্ব প্রেমিকা তার ভারি গতর নেড়ে আকাশকে সজোরে জাপটে ধরে গভীর আলিঙ্গনে ঘন ঘন চুম্বনে আদরে অস্থির করে তুললো আবার নতুন করে আকাশের সাথে বর্ষার বছরের ঐ কমাস বাসর সাজিয়ে সোহাগে বর্ষা সোহাগী আশ যেন আর মিলছে না।
বর্ষা আকাশের প্রেমে সোহাগে, আদুরে আদরে তন্বী মিষ্টি কিশোরী নব যৌবনা, ঢল ঢল যুবতী সদ্য পুষ্পফুটিত যুঁই ফুলের কুঁড়ি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে অঝরে আকাশের বুকে আকুল ভাবে পূর্ণ যৌবনা বৃষ্টি আকাশ ভালোবেসে বৃষ্টি তার শরীর দিয়ে আকাশকে ঢেকে
বৃষ্টি পাগলী যৌবনের স্রোতে ভেসে যাচ্ছে আকাশ বৃষ্টির চুম্বন, সুতীব্র স্পর্শে কামনায় সম্ভোগে মেতে উঠলো। স্বাভাবিক ভাবেই মাটি উর্বরা হলো, ফসলের ফসলের ভরে গেলো ক্ষেত খামার।
" এসেছে শরৎ হিমের পরত, লেগেছে হাওয়া গায়ে " আকাশ বৃষ্টির প্রেমে মশগুল হয়ে ছিলো।শিউলি ফুল মতো মাঝে মাঝে এক পশলা বৃষ্টি এসে চুমু খেয়ে যাচ্ছে।
মাঠে মাঠে সোনার পাক ফসলের ধানের শীষ রোদে ঝলমল করছে। ঘরে ঘরে নবান্ন, পুলি
পিঠে, খেজুরি পায়েস এর গন্ধ ম ম করছে।
হেমন্তের সুনীল আকাশের গায়ে আদুরে সাদা শিশু মেঘ বালিকা মেঘ একে একে নেচে নেচে ভাসে আকাশে আকাশে।
No comments:
Post a Comment