পলাতক শরণার্থী
শ্যামল সোম
আহ্ আহ্ বেজায় মার মরেছে গায়ে গতরে ব্যথা প্রচন্ড ব্যথা, দেশ স্বাধীন হইলো
ধর্ম ধর্মের দোহাই পারস্পরিক বিদ্বেষ ঘৃণা আক্রোশ ঐ চল্লিশ সালে সাইন কমিশনের
প্রস্তাব দেয় মুসলমান প্রধান কিছু প্রদেশ কিছু হিন্দু অধ্যুষিত অঞ্চল জুরে কিছু প্রদেশ
আর কিছু মিশ্র হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধ লোক ভিত্তিক প্রদেশের সংমিশ্রণে ইংরেজ সরকার
ভারতবর্ষের স্বাধীনতা স্বপ্ন সফল হবে শাসন ভার তুলে দেবে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ
ইংরেজ সরকার সপক্ষে ছিল, উনশো তেতাল্লিশের দুর্ভিক্ষ সেনা বাহিনীর খাদ্য সংগ্রহ করার জন্য লক্ষ লক্ষ মানুষের অনাহারে মৃত্যু, লুণ্ঠিত হয় নারী ভিখিরি আর বেশ্যা ভরে যায়।
একটু ফ্যানের জন্য কোলকাতার রাস্তায় দলে দলে বুভুক্ষু জনতার মিছিল।
তৎকালীন কিছু নেতা সাইমন কমিশন প্রস্তাব প্রত্যাখানে, অন্য সংখ্যা লঘু সম্প্রদায় মানুষের নেতা ডাক দেন, DIRECTED ACTION SISTEEN AUGUST 1946.
শুরু হলো দাঙ্গা হিন্দু মুসলিম এক ই বৃন্তে দুটি কুসুম বৃন্ত থেকে খসে পড়লো মুখোশ উন্মোচিত হলো ইবলিশ
মুখ।
হাউই মতন উড়ছে ফানুস THE GREAT CALCUTTA KILLING শত শত দুই সম্প্রদায় বারবার দাঙ্গা বিরোধ হয়েছে।
এবার নিজস্ব পরিচিত ও নিজের স্বদেশ চাই।
স্লোগান ছিল- - নাড়ায়ে তকদির আল্লাহ হোক আকবর, লড়কে লেঙগগে পাকিস্তান।
ঐ ছেচল্লিশ এর দাঙ্গায় কলঙ্কিত ইতিহাসের বাস্তবায়ন দলিল আমার এই একক অভিনয়।
No comments:
Post a Comment