ঘূর্ণাবর্তে ঘূর্ণিঝড়
বড় অসহায়ত্ব শঙ্কিত
উদ্বিগ্ন প্রাণ কম্পিত।
কোথা কত দূরে ফের
পলায়ণ বৃথা রক্তক্ষরণ?
লাখ লাখ শহীদের রক্তের
ঋন, মাতৃ জননী বিভৎস
নির্যাতন অত্যাচার অসহ্য
হিংস্রতা বর্বরতা আত্মহনন
সব সব কি ভেসে গেল হায়
কর্ণফুলী নদীর বহমান স্রোতে?
নিশ্চয়ই না নিশ্চিত ভাবেই
জানি স্রষ্টা আছেন রক্ষা করবেন।
শতসহস্র আপনার মত মানুষ আছেন
মানুষের জন্য শান্তি ইসলাম শান্তি
স্বরূপ উন্মোচিত আলোকিত মানুষের
জন্য মানুষ আজও ভাবে পাশে আছে।
কন্যাহারা
শ্যামল সোম
ইতি কন্যা হারা পিতার বিলাপ
হাহাকার ক্রন্দন নেই সংলাপ।
এ চোখের জলে ভেসে যায়
কন্যার মৃত্যুর বড় অসহায়।
বৃদ্ধ পিতার মনস্তাপ কান্না
বিদীর্ণ হৃদয়ের তীব্র যন্ত্রনা,
কেন এত হাহাকার ক্রন্দন
ছিলো না তো রক্তের বন্ধন।
ঢাকার ঐ ধানমন্ডিতে বসবাস
কোলকাতায় জরাগ্রস্তের বাস।
ধর্মের রক্তের সম্পর্ক ছিল না
তবু কেন বাবা বলে সম্বোধন?
কেন কেন মা মাগো এভাবে চলে
গেলি তুই না ফেরার সুদূর দেশে।
হে স্রষ্টা পরম পিতা কন্যার বেশে
যে এসেছিল আমার জীবনের শেষে
হে মেহেরবান শান্তি পায় যেন বেহেস্তে।
No comments:
Post a Comment