এপারে ওপারে শুধুই দীর্ঘশ্বাস
বাঁশিওয়ালা
এ পারে যে বাংলাদেশে
ও পারে সে বাংলা
মাঝখানে নাক উচিয়ে
পাহারা দেয় কাঁটাতারের বেড়া।
বেড়ার ওপারে তুমি কাঁদলে
আমার পায় কান্না বিশ্বাস করো,
এতটুক মিথ্যা বলছি না, বুকে হাত
দিয়ে দেখো থড় পড় করছে বুক।
ভালোবাসার এত যে কষ্ট কে
আগে জানতো ?
অবশ্য তোকে মৌ ভালো না বেসে
আমি কিভাবে বুঝতাম এ অপার,
আনন্দ, মৌ তোকে ভালোবেসে
আমি ধন্য, নাই তোকে পেলাম
কাছে, এ প্রেম তো শাশ্বত সুন্দর।
পাগলী তুই মন চুরি করে ঢাকায়
বসে আমায় এত ভালোবাসিস,
সে ভালোবাসার ঋণে ঋণী আমি।
এত পারে কোলকাতায় তোরই
আসার অপেক্ষায় আছি, তুই যখন
ও পার থেকে ঘুরে বেড়াবো জন্য
আমার কাছে দুদিনের জন্য আসবি।
আমি কোলকাতার শহরে বিখ্যাত
দোকানে গিয়ে কিনে তোর পছন্দের
মনের মতো সাজ সাজিয়ে তোকে
দেখবো, গঙ্গায় নৌকো করে বেড়াবো।
শান্তি নিকেতনে গিয়ে দেখবি প্রাকৃতিক
সৌন্দর্যে ঢালি সাজিয়ে তোর জন্য অপেক্ষায়!
দার্জিলিঙে টাইগার হিল থেকে কাঞচনজঞঘা
পর্বতে সূর্যোদ্বয়ের রাঙা আলোয় তোকে
দু চোখ ভরে তাকিয়ে দেখবো।
অবশেষে বিদায় মূহুর্তে তুই যখন আমার
সব নিয়ে নিজেকে কাঁদিয়ে মৌ তুই যখন
ফিরে যাবি ওপারে বাংলাদেশে,
আমি সজল নয়নে ---
তোর ওপারের ফিরে যাওয়ার
দিকে, তাকিয়ে থাকতে থাকতে দু চোখ
আমার ঝাপসা আসছে।
No comments:
Post a Comment