শেষ লগ্নে
শ্যামল সোম বাঁশিওয়ালা
আজ জরাজীর্ণ আমি
সৌভাগ্যবান প্রাচীন বৃক্ষ।
এক জরাগ্রস্ত বৃদ্ধের
জীবনের এই শেষ লগ্নে
পৌঁছে মৃত্যুর পদধ্বনি,
শোনার মাঝে শুনি নূপুরের
ছন্দ ছন্দে তালে পা ফেলে
স্বপ্নে তোমার আবির্ভাব।
কবি আশালতা তোমার ধন্য
কাব্য চর্চার সমার্থক প্রয়াস,
নান্দনিক কাব্যিক পূর্ণতা মায়া
আচ্ছন্ন মায়াবী চোখের কাব্য।
মনময় রূপ লাবণ্যময়ী আশা
নামে এক অনন্যা কবির সাথে
আলাপনে ও তাঁর লিখনে ফেরে
মন, শব্দের ঘ্রাণে বকুলফুলের
গন্ধে ভরে গেল মন সম্ভ্রান্ত কবি।
পরিবারের সন্মানিত সনামধন্যা
কবি এতটুকুন অহংকার নেই
মহান প্রভুর চরণে সমর্পিত প্রাণ
মননে তার পরিচয়, ছন্দের বিমূর্ত
বাক্যের বিন্যাস যেন পদ্মপাতায়
শিশির হীরক মাল্য দোলে প্রাতে।
হে স্বপ্নের কবি তোমার কাব্য পাঠের
সুতীব্র শিহরণ বহমান তোমার কাব্য
স্রোতে গবগাহনে আনন্দে ভাসে মন।
No comments:
Post a Comment