Sunday, 14 May 2017

নারীর প্রেম ও মরণ

তোমার মঙ্গল কামনা করছি মা

নারীর প্রেম  ও মরণ

বাঁশিওয়ালা শ্যামল  সোম

আমার সুদীর্ঘ জীবনে
বহু নারীর বন্ধুত্বের সংস্পর্শে
এসে তাঁদের শরীর হীন
ভালোবেসে প্রকৃত অর্থে  বন্ধু
মতো গভীর ভাবে মিশে তাঁরা
যখন মনে করেন এই
বন্ধুত্বের মধ্যে কোন ছলনা বা
পাশবিক,  যৌনতা নেই
তখন সেই নারী খোঁজে
পিতার মতো বৃক্ষের মতো জনকে,
সেই বৃদ্ধ  বৃক্ষের ছায়ায়
খোঁজে নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়।
মানুষ যাকে  নারী  তাঁর
দুঃখ শোকে যন্ত্রনা কষ্ট বেদনা
তাঁর প্রেমিকের কথা তাঁর
নিজের  অনুভূতি  অভিজ্ঞতা,
তাঁর মনের গোপন কথা যা
নিজের  স্বামী  প্রেমিক বা
ঘনিষ্ঠ  বান্ধবীদের কখন বলে না,
কিন্তু  জননী ভগ্নী
আমার আদরের নাতনীরা
উজার করে বলে হালকা
হয়ে হাঁফ ছেড়ে  আশ্বাস পায়,
আমার কাঁধে মাথা রেখে
কাঁদে, আশ্রয় পেয়ে আঁকড়ে
জড়িয়ে ধরে আমাকে
বাপ বেটি মতো হু হু করে 
কাঁদি কাঁদতে ভালোবাসি।
অভিজ্ঞতা থেকে বলছি
কোন নারী যখন ভালোবাসে
তখন সে তাঁর দেহ মন,
প্রাণ  স্বীয় সর্বস্ব বিলিয়ে দিয়ে
এক আত্মা হয়ে বিলীন হয়ে
যায় তাঁর প্রেমিকের সাথে
প্রেমে  অন্ধ হয়ে যাবে কখন
পুরুষের ছলনা কামনা করছি
এমন কি শারীরিক মিলনে বা
জোর পূর্বক ধর্ষণে শেষে
আনন্দে মেতে ওঠে,
এমন দেখা গেছে
অন্তর্গত দেহে ভ্রুণ
জন্ম  নেয়, এদিকে তখন
ঐ বিপদের সম্মুখীন যখন নারী
পুরুষ  লম্পট  প্রেমিক  দায়িত্ব 
এড়াতে উধাও  হয়ে যায়।
থানার পুলিশ করলে অস্বিকার
করে নয়তো ভিডিওটা
ইন্টারনেট  এ সেই যৌন সম্পর্ক
প্রচার করতে  উদ্ধত হবো।
এই ভাবেই চলে যৌন শোষণ,
তবু নারী উন্মুক্ত করে দেয়
হৃদয়ে সকল কপাঠ  উন্মুখ হয়ে
এক বিন্দু  শিশির কনা
ঝরে পড়ুক বৃষ্টি শব্দে দেহে
সুখের শিহরণ
না মরণ?
মেঘ কন্যা তুমি 
আকাশের বুকে ভেসে
আমার কাছে এসো,
মেঘমালা কে সঙ্গে
নিয়ে  মেঘে কোলে
ভেসে পৌঁছে  যাবো
সে এক স্বপন পুরের দেশে।
তুমি আছো তোমার স্বাধিকারে
তোমার চোখেই
আনন্দ বৃষ্টি হয়ে ঝরুক।

No comments:

Post a Comment