ক্ষমা কর জননী মনে পড়ে তোমায়
শ্যামল সোম
জননীর কথা অমৃত সমান, মায়ের তিন সন্তানের মধ্যেই আমিই প্রথম, মাত্র ষোল বছর বয়েসে পুত্র 1945 সালে তখন ও মেয়েরা পুতুল খেলতে, জননীর আমাকে পুতুলের কখন আদরে আদরে চুম্বনে বিব্রত বোধ করতাম, মায়ের ডাক নাম ছিলো খুকি সবাই মতো আমিও খুকি বলে ডাকতাম সবাই আপত্তি করতো মা রুখে দাঁড়াতে আমার ছেলে আমাকেও যে নামে ইচ্ছে ডাকবে তোমরা বলার কে ঠাকুরদা ঠাকুরমা, দিদা দাদামশাই প্রচ্ছন্ন প্রশ্রয় নিশ্চিত ছিল কেউ আর কোন
কেউ কিছু বলতে সাহস পেতো না বংশে প্রথম নাতি মা বলতেন সাত রাজার ধন মানিক আমার।
তুই করে মাকে বলতাম আমি মা নেওটা Mothers child
বাবা --"ওর পড়াশোনা কিছুই হবে না, ( শোভা নাম ধরে ডাকতেন না অবশ্য লেখার জন্য লিখলাম,)
এই তোমার জন্য শ্যামল এর কিছু হবে ভিখারী হবে ঘুরবে।"
পিতৃদেব ঈশ্বর সমান তাঁর ভবিষ্যত বাণী কি বিফলে যায় সে ছিল 1950 সাল আজ 2016 আজও পথে পথে
ফিরছি ভালোবাসার জন্য গেয়ে গান " সবারে বাসরে ভালো নহিলে মনের কালো ঘুজবে নারে। এ সব গান বোধ সব মায়ের শিক্ষা,
শৈশবের আমার কাছে বসেই শিক্ষা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় পাঠে অক্ষর জ্ঞানের আমার সনমূখে জ্ঞানের অপার ভান্ডার দ্বার উন্মোচিত হলো বিস্ময়ে পড়লাম জীবনের উপলব্ধি সত্য কথা বলবে, সবাই সঙ্গে ভালো ব্যবহার
মনোযোগ দিয়ে পড়বেপিতা মাতাকে শ্রদ্ধা সন্মান করতে হবে সুবোধ মতো হতে হবে। সুবোধ অতি ভালো ছেলে। সবাই সুবোধকে ভালোবাসে সুবোধের বিনম্র ব্যবহার শ্রদ্ধাশীলতা শিষ্টাচার বিনয়ের জন্য পাড়া প্রতিবেশী সবাই সুবিধে ভালোবাসে।
বিদ্যাসাগর মহাশয় নিজেও ভীষণ মাতৃ ভক্ত ছিলেন
পর মাকে একদিন বললাম, মা ওমা শোন না মা আমার গায়ে শীতের রৌদ্দুর বসে তেল মাখাচ্ছেন বছর পাঁচেক বয়স1950 সাল মায়ের কোলে বসেই মায়ের হাতের কমল স্পর্শে তেল মালিশে আবেশে ঢলে আসছে চোখ, ও শ্যামল
এ নামটি মা রেখেছেন আজ ও আমার মা জীবিত আমি ধন্য আজও প্রণাম করার পর মা আমার কপালে স্নেহ চুম্বন
করেন, মায়ের আদরে বাঁদরের মতন তেল মাখাতে মাখতেই সজাগ হয়ে মাকে দুই হাতে মায়ের গলা জড়িয়ে বললাম
ফিসফিস করে কানের মুখ এনে বললাম, " মা ও মা শোন না সুবোধের মতন বালক হবো। কি করে হবো মা?
জরাগ্রস্ত জরাজীর্ণ বৃদ্ধ মানুষের প্রতি বিশ্বাস সন্মান বন্ধুত্ব ভালোবাসা জন্য এবং নারীদের স্বাধিকার লড়াই
রয়েছি পাশে। নারীদের প্রতি দৈনন্দিন অসম্মান ধর্ষন নির্যাতন অত্যাচার অসহ্য হিংস্র আক্রমনে নগ্ন সমাজের পুরুষ তান্ত্রিক সমাজ বর্বরচিত আবহমান কালের বিরুদ্ধেই আমার কলম ধারন।
No comments:
Post a Comment