Monday, 22 May 2017

বেলা যে পড়ে এলো

বেলা যে পড়ে এলো

বংশি বাউল  শ্যামল সোম

আমার দৈনন্দিন জীবনে সুখ দুঃখে
প্রভুকে আপদে বিপদে তাঁকে ডেকে,
তাঁর কৃপায় জীবনের ঝড় গেছে থেমে।
জীবনে প্রারম্ভে আনন্দে কখন বিষাদে
নদীতটে একান্ত  আত্মমগ্ন মন বিমোহিত
নিভৃতে আপনার সাথে নির্জনে আলাপনে
দিন অবসানে সন্ধ্যা ঘনায়েছে মনে মনে।
কত বসন্তে কোকিলের ডাক শোনা যেত
যৌবনে ফাল্গুনে কৃষ্ণচূড়ার লালে লাল 
ভালোবাসার লাজে রাঙা মুখ বাঁ নাকে
নাকফুল, একঢাল এলো চুল, দুচোখে
মায়াময়  ঈষৎ হাস্য উজ্জ্বল উদ্ভাসিত
গোধূলিরলগ্নে বহুযুগের বহমান স্রোতে
সময়ের সাধন  ওরে মন সময় থাকতে
কেন করলেন না " এ আক্ষেপ রইল হৃদয়ে।

No comments:

Post a Comment