প্রেম নেই
শ্যামল সোম
আজ কাল ঐ ঘন রাতের
অন্ধকারে শয্যায় সহবাসে
তোমার উতপ্ত ঠোঁটের স্পর্শে
শিহরণ জাগে না এ শরীরে।
প্রেম নেই আছে দূরত্ব মনের,
এই দূরত্ব অতিক্রম করার জন্য
তোমার কাছেই আত্মসমর্পণ
পেয়েছি সে প্রেমের প্রত্যাখান।
তুমি ছিলে আমার ভালোবাসা
আজও ভালোবাসার মানুষকের
মানুষের সান্নিধ্য লাভের আশাই
উন্মুক্ত হৃদয়ের আকাশে ঘন ঘন
বজ্রপাত চূর্ণ বিচূর্ণ বিচ্যুত স্বপ্নের
আত্মহননে আত্মবিলাপ হাহাকার,
অতৃপ্ত বাসনায় ফিরে গেছে শরীর।
ক্লান্ত বিধস্ত বিষন্ন মন উচাটন প্রেম
নেই আছে অবৈধ শারিরীক সম্পর্ক
টানে ফিরবো শরীর থেকে শরীরের
প্রেম নেই বিরহ দহন নেই আছে কামনা।
No comments:
Post a Comment