Sunday, 14 May 2017

আয় আমার আদরের খুকু

আমার আদরের খুকু

বৃদ্ধ  বাঁশিওয়ালা

আয় আয় খুকু আয় আমার কাছে
ফিরে আয় তুই মা মোর দগ্ধ হৃদয়ে
গোপন সোপান বেয়ে মণিকোঠায়।
পৌষমেলায় রবীন্দ্রনাথের স্বপ্ন বিশ্ব
ভারতীর শান্তিনিকেতনের শেষে লগ্নে।
আমার খুকুকে নিয়ে কুষ্টিয়ায় লালন
সাঁইজীর মেলায় খুকু আমার পাশেবসে
শুনেছিলো গান তন্ময়ে আচ্ছন্ন হয়ে।
একতারাতে দিয়ে তান, নেচে গাইছেন,
" লোক কহে লালন কি জাত সংসারে"
খুকু চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছে
জল, টল টল চোখে তাকিয়েছিলাম,
খুকু বাউলের গান শুনখুব ভালোবাসত।
আমার আদরের খুকুর গান ছিলো তার
প্রাণ, গুন গুন করে সারাদিনই সে গাইতো,
"আমার প্রাণের মাঝে মাঝে সুধা আছে
চাও কি, আহা বুজি তার খবর পেলে না,"
কখন ছুটে গলা জড়িয়ে বলতো," বাপি
ও বাপি, আত্মজার শরীরের ঘ্রাণ মৃত মোর
জননীর দেহের সুবাসে আকুল হতো মন
ব্যাকুল স্নেহ চুম্বনে রাঙা হই উঠতো মুখ
সলজ্জ চোখে গেয়ে উঠতো, " কোথাও
হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে
তেপান্তর মাঠ পেরিয়ে- --------------------

ক্রমশ  চলবে আমার আদরের খুকুর কথামালা।

দোহাই পাশে থাকবেন আপনারা
অফুরন্ত এই ভালোবাসায়
ভরিয়ে দিলেম সবার হৃদয়।

No comments:

Post a Comment