সমকামী নারী নিহত চলচ্চিত্র এর চিত্র নাট্য এর খসড়া
শ্যামল সোম
ভালোবাসার মানুষকেই ভালোবেসেই খুন, বিচিত্র মানুষের মন, মনের গতিবিধি জানেনা মন।
লীলা সুন্দরী যুবতী দামী ডেনিমের জিন্স পারপেল কলার এ গেঞ্জি লাল রঙের ব্রয ফিতে লক্ষ করা যায়।
থানাতে বসে আছে ।
লীলার বাবা থমথম মুখ ব্যবসায়ী ঘোরেল মানুষ তবু ঘামছেন। কোলকাতার বিখ্যাত এডভোকেট এর সহকারি সুমন দাশ থানার বড় বাবুমশাই সাথে পাশের ঘরে ডিল করছেন। মোটা অংকের অর্থ বরাদ্দ হলে
কাগজ পত্র সই সাবুদ লেনদেন অনেক অনেক অনেক কথাবার্তার পর লীলার বাবা বরেন্দ্র সাহা নিজের ব্যাক্তিগত সহকারী ড্রাইভার ভবনের কাছ থেকে মদ মিশ্রিত জল বোতল থেকে পান করলেন রুমাল বের করে
ঘাম মুছলেন অনেকটা রিস্ক থাকলেও এখন সাময়িক স্থিতিশীল যে অনিচ্ছা সত্ত্বেও খুন হন লীলার ঘনিষ্ঠ
বান্ধবী নীলা মল্লিক ওর ডিভোর্স বাবা মা ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে আছেন খবর পাঠানো হয়েছিল যে ওনাদের একমাত্র কন্যা নীলা প্রচন্ড মানসিক অবসাদ গ্রস্ত হবে আত্মহত্যা বা কেহ নীলাকে খুন করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লীলা সাহা যিনি নীলার রুম মেট এক বিলাসবহুল ফ্লাটে দুজনে থাকতেন।
স্কুলের শৈশবের ভীষন ঘনিষ্ঠ সম্পর্ক প্রিয় বান্ধবী বন্ধুত্বের গভীরতর গহীন আরণ্যিক কুহুতান সম্পর্ক।
কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন দুজনার মধ্যেই সমকামিতার সম্পর্ক ছিল।
লীলা ভাব লেশহীন মুখে দৃষ্টি অন্য কোথাও অন্য কোন খানে নির্মোহ নির্লিপ্ত উদাসীন বসে ভাবছে কি?
No comments:
Post a Comment