নির্জনে আমরা দুজনে
শ্যামল সোম
ঝম ঝমিয়ে পড়ছে বৃষ্ঠি
ঘনিয়ে এলো ঘন আঁধার আধ
অন্ধকারে কৃষ্ণচূড়া গাছের নীচে
একা আমি, স্মৃতির
অতলে সন্তরণে আছি,
যন্ত্রযানের অপেক্ষায় আছি।
বহে যায় সময়--দমকা হাওয়ায়
দোদুল্যমান ডাল,
ভাবনায়পাতা ঝরে পড়ছে,
কড়-কড়িয়ে ডাকল মেঘ,
আকাশে বিদ্যুত উঠল জ্বলে,
এই সায়েন্নে অপরূপা
এক আলোকপর্ণা-ভেসে
আসে অভিসারে,
জ্বলে তার চোখ, তীক্ষ্ণ দৃষ্টির তার।
সিক্তা শরীর বেয়ে ঝরে বৃষ্টি,
স্মীত হেসে চির
পরিচিতা প্রিয়াআমার
সুদর্শণা হেসে হেসে
কাছে আসে কাঁধে রাখে
পেলব হাত,
জড়িয়ে নেয় বুকে, কানের কাছে আনে
মুখ বলে মৃদু স্বরে,
" সোম-এই দুর্যোগের রাতে,
ভাগ্যের উচ্ছাসে
ঘণবরিষণে দেখা হল,
আবার তোমার সাথে।
"আমার ছায়া কাঁপে তার চোখের তারায়,
" তুমি ভালো নেই সোম?-
কেন তোমার ভালো থাকার সব
উপকরণ ভরা আছে
তোমার সংসারের আয়োজনে ?""
বিষন্ন মন তবু ফেরে শীতল অবসাদে,
" পর্ণা আমি ভালো নেই ! "
"" সোম ! দুঃখ তোমার বিলাস আর বিলাপ তোমার সংগীত !
এই মুহূর্তটাই চির সত্য !
আর কাছে এসো সোম !
আমার খুব কাছে, কাঁধে রাখ হাত,
চুম্বনে মিটাও পিপাসিত ওষ্ঠ - ঠোঁট আমার!"
" বহে যায় নদী যৌবনের ঝরের মাতন,
তপ্ত ঘন শিহরণ, অনন্ত আগ্রাসী চুম্বন
শরীরের সমুদ্রের ঢেউয়ের আলোড়ন,
জলে হারায় পথের নিশানা -নির্জন দ্বীপে
এখন নির্জনে আমরা দুজন।
No comments:
Post a Comment