শহীদ জননীকে রণাঙ্গন থেকে চিঠি
কারাগারে শৃঙ্খলিত আজও শ্যামল সোম
শোভা মাগো তুমি কি আজও
আমার জন্য অপেক্ষা করে আছো
একাত্তরের মুক্তি যুদ্ধের ভাষা সৈনিক
লড়াই রণাঙ্গনে বুড়ি গঙ্গার তীরে
চলছে লড়াই, গোলাগুলি চলছে।
শত সহস্র তিরিশ লক্ষ মানুষ ও শহীদের
রক্তে লালে লাল " প্রয়োজন হলে দেব এক নদী রক্ত "
কবি বানী সত্য হলো মাগো "
শত শত কিশোরী তরুনী আজ শ্রান্ত ক্লান্ত মৃত
অত্যাচারিত নির্যাতনের শিকার অকালে গর্ভবতী
এক লক্ষ জননীর গল্প নয় সত্য, এই মধ্যেও
দেশের শত্রু বিশ্বাস ঘাতক শয়তান শেয়ালেরা,
মা গো মা, আমাদের এই মুক্তি যুদ্ধে সারা বিশ্বের
মানবিকতার প্রতীক ঐ রবিশঙ্কর বিশ্বের বিটল
গায়ক জর্জ হ্যারিসন বিশাল কর্ণসাট গাইছেন
" বাংলাদেশ --" জানো মা রেডক্রোশ চিকিৎসার
সেবা শুশ্রূষা করছেন এক প্যারিস থেকে বোন
পলি কি বলবো, আহত হয়ে অস্থায়ী তাবুতে
হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম ঠিক তোমার মতোই
স্নেহময়ী জননী মতন ভালোবাসায় সেবা সাক্ষাত
যেন বাতি হাতে নাইট্রেঞগেল NITRAGREL
MOTHER OR SISTER ---- NARCE.
নিউ ইয়র্ক টাইমস থেকে PHOTOGRAPHY JOURNALIST
TAMAS--LONDON DAILY পত্রিকার শত সাংবাদিকের
প্রতিবেদনে সাড়া পড়ে গেছে আমাদের এই মুক্তি যুদ্ধের
ইতিহাসের অংশ নিতে এগিয়ে এসেছেন বহু প্রতিবেশী
দেশের ও পৃথিবীর বিভিন্ন প্রান্তের শত সহস্র মানুষ।
মা মাগো জননীদের কাছেই আমার হৃদয়ের উপলব্ধির
বার্তা পৌছে দিও, না না আমরা দেহের শেষ রক্ত বিন্দু
দিয়ে লড়াই করার জন্য অঙ্গীকার বদ্ধ শপথ গ্রহণ ঐ দিন
রেস কোর্স ময়দানে ঐতিহাসিক জনসভাতে শপথবাক্য
শতসহস্র কন্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশের জনক
বীর সন্তান মহান ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর ভাষণ ও শপথবাক্য
উজ্জীবিত লক্ষ লক্ষ মানুষ জীবন বিপন্ন আজও লড়াই
ময়দানে- --- আমাদের লড়াই চলছে মা -- আশীর্বাদ করো মা
এ মানুষের স্বাধিকারের লড়াই চালিয়ে যেতে, " আমার মায়ের
সোনার নোলক না নিয়ে ঘরে ফিরবো না --"
দূরে কামানের গোলাপ বর্ষণ বিস্ফোরণ গোলাগুলি আওয়াজ
এরি এক ফাঁকে ট্রেঞচে TRENCH বসে তোমাকে হয়তো
শেষ চিঠি, না না না শহীদের মায়ের চোখে পানি শোভা পাই না।
মা আমার স্নেহময়ী জননী শোভা
ভালো থেকো, ভালো থেকো বাংলাদেশ!
ইতি
তোমার পুত্র খোকন
তারিখ---: 17-10--1970
No comments:
Post a Comment