মুনাজাত প্রার্থনা গল্প হলেও সত্য
বন্ধু শ্যামল সোম
তোমার আর কে আছে পরাণের বন্ধু
একমাত্র তুমি ছাড়া এ বন্ধুত্ব মানেই হল মনের
কথা উজার করে প্রাণের কথা বলা, বন্ধুত্বের
সম্পর্ক পুরানো সেই দিনের কথা বলা,
মানসিক অবসাদে ক্লান্ত এই
অপরাহ্নে হঠাৎই বন্ধু তোমার দূর
হতে ভেসে রবীন্দ্রনাথের গান যখন
শোনাও দূরভাষে সব গ্লানি ভুলে যাই।
আক্ষেপ থাকে না আর কোন কিছু না
পাওয়ার তখন শুনি, " হে ক্ষণিকের
অতিথি এলে,"
যখন খুব একাকীত্ব বোধ বাহিরে
অঝরে ঝরছে বৃষ্ঠি ঠিক তখন তুমিই
এসে হাত ধরে খোলা উঠোনে ভেজাও
বন্ধু আমরা ভিজি একসঙ্গে দ্বৈত কন্ঠে
গেছে উঠলাম, " পাগলা হাওয়া বাদল দিনে
পাগল আমার নেচে ওঠে,"
সেদিনের আজও মনে আছে আমার
বহুদিনের প্রেমিক পুরুষ যাকে বিয়ে
করার জন্য নিজের পরম আত্মীয় মা
বাবার বারণ না মেনে সংসারের মায়া
মমতা ভালোবাসা স্নেহ সব সব ভাইয়া
চোখের জল তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য
পাড়া পড়শীদের তিরস্কার অপমান সহ্য
করে কত আশায় কি বালুকা বেলায় ঘর
সংসার পেতে নিজের চাকরীর টাকায় এক
সাজ সজ্জিত করেছিলাম মনের মত করে,
সে রাতেই মদ্যপ সুপুরুষ আমার স্বামী এলেন
এসেই আমার দেহের সৌন্দর্যে কটাক্ষ পাত
করে অশ্রাব্য ভাষায় গালি গালাজ মৃদু প্রতিবাদে
আমার চুলের মুঠি ধরে
মেঝেতে ফেলে চললো
লাথি মারেন মুখে পিঠে হাত মুছড়ে শেষে
জোরে জোরে পেটে লাথি মারার পর
অজস্র রক্ত পাতে
জ্ঞান হারাই আমি।
ভালোবাসার ফসল গর্ভপাত করানোর পরে দিন দিন
নার্সিংহোম এ দিন থেকে রাত ঔষধ ইনজেকশন চলে।
তোমাকে চারদিনের পরে ঘোর অন্ধকারে
থেকে আলোই ফেরার পর দেখলাম বন্ধু
তোমাকে ভোরের
সূর্যোদ্বয়ের আলোয়___
এসে পড়ছে তোমার চোখে মুখে
ঔজ্জ্বল্য হাস্য উচ্ছল,
পাশে দাঁড়ানোর আমার প্রাণের অস্তিত্ব
ভাইয়া হাসছে।
সব বিপদজনক পরিস্থিতি থেকে উদ্ধার করার
জন্যই মুনাজাত আব্বু আম্মু
আমার আদরের ছোট বোন সায়মার চোখে
পানি মুখে মৃদু হাসি এগিয়ে এসে দুহাতে জড়িয়ে শক্ত করে
ধরে।
আমার চুলে হাত বুলিয়ে দেন আব্বুজানের স্পর্শে সুপ্রসন্ন মন।
আম্মুর হাতের ছোঁয়ায় উদ্বেলিত হলেও বিষন্নতা হতাশায়
শোকাচ্ছন্ন ঐ শিশুটির জন্য, আর সব হারানো ব্যথা বেদনায়
মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ি, চিকিৎসা চলতে থাকে।
যেন কত দীর্ঘ দিন বন্ধু তুমি এসে ফুল নিয়ে হাজির হয়ে কত সান্তনা দাও।
সহানুভূতি মমতাময়ী আম্মু সাথে কথা বলেও
আমাকে শোনাতে
আবারও আমাকে
নিজের শক্ত পারে দাঁড়ানোর জন্য দিনের দিন বন্ধু তোমার
কাঁধে মাথা কান্না থামতো না।
হঠাৎই তোকে সেদিন দুহাতে জড়িয়ে
ধরে বলে উঠলাম," শ্যামল আমি বাঁচতে চাই !"
" নিশ্চুপ কিছুক্ষণ থেকে বললে নিশ্চয়ই
মঙল হবে নিশ্চিত আমি পাশে আছি, এ
লড়াইয়ে তুমি জিতবেই
বন্ধু মতন পাশে আছি আমি।
হে মেহেরবান হাজার হাজার সালাম শুকরিয়া প্রভু
এ আমার মুনাজাত।
No comments:
Post a Comment