Wednesday, 25 January 2017

তোমার প্রেমে বৃক্ষ আমি আজ।

শ্যামল  সোম                   ( এ কবিতাটি আমার  প্রিয় কবি   শেলী হক  মহাশয়া কে উৎসর্গিত এ অর্ঘ্য)

প্রাচীন বৃক্ষের ডালে
বহু দূর হতে উড়ে এলো
দোয়েল, হঠাৎই আগমনে
উদ্বেলিত আপ্লুত
বৃদ্ধ বৃক্ষের ডালে নবিন
সবুজ পাতা পাতায়
আবির্ভূত হলো আমার
হৃদয়ের কবি পঠে আঁকা
ছবি কাব্যর দেবী
অহেতুকী কৃপা প্রেম
ভয়ার্ত, নয়নে  নয়ন 
বৃক্ষের দেহে কম্পন, 
উঠল ঝড় এলো ডাল পালা,
বিপর্যস্ত বৃক্ষের বুকের
কোঠরে  দোয়েল  জড়ায়ে
সে আছে, বাধা ছাড়ায়ে যেতে
চায় তবু কেন ছন্দে ছন্দে
দোলে দোয়েল গেয়ে গান।
হে কবি তোমার কাব্যের
পুষ্প পুষ্প মুকুলিত  উদ্যানে
ফুটে উঠল প্রেমের ফুল সে
সে করে কোন মারাত্মক ভুল?
বৃক্ষের হৃদয় কেন তোমার
আপন হাতের দোলায়
দোলাও দোলাও বৃক্ষের 
অশান্ত  শোকাচ্ছন্ন  মন?
যৌবনে কোন এক জ্যোৎস্না
রাতে দুলেছিনু বনে
এই কি সেই  বৃক্ষের ডালে,
বাজ পরা দগ্ধ এ বৃক্ষ।
হারায়ে গিয়েছে সুতীব্র প্রেম
সলজ্জ চোখে চোখ ঘণ ঘণ
শিহরণ বহমান রক্তে আগুন
নিভে গেছে  অকাল বর্ষনে।
আজ এ পৃথিবীর গভীরতর
অসুখ  অসুস্থ  আমার মতন।
এ জরাজীর্ণ বৃক্ষ  ডালপালা
মেলে জড়িয়ে ধরতে তোমাকে
চায় আকাশের চাঁদ, বদ্ধ উন্মাদ
উদ্যম হীন জরাগ্রস্ত বৃদ্ধ বৃক্ষের
ঝুরি  নেমে গেছে মাটির গভীরে 
কেন  যায় আরো গভীরে যায়,
সে কিসের ভগ্ন মায়াবী চোখের
ইশারায়, ফিরিয়ে নিয়েছি মন।
মাটি বুকের ভিতর বন্দি  যে জল
মাটি পায়না তাকে, বৃক্ষের প্রেমে
পড়ার ব্যর্থ প্রয়াস।
পরিহাসে আজ হাস্যাস্পদ
সবাইর কাছে  বিষন্ন
বৃক্ষ শোনে  গান, নিমগ্ন
আত্মহনন পূর্ব মূহুর্তে,  শেষে
ছেড়ে দীর্ঘশ্বাস  অব্যক্ত উক্তি
" কল্যাণ হোক  দোয়েলের "
" পাখী মৃত্যুর পথে পথ যাত্রীকে 
যে শুনিয়েছিলে গান," কৃতজ্ঞ আমি।

No comments:

Post a Comment