আমার হারিয়ে পাগলির জন্য কাঁদে প্রাণ
প্রেমে পাগল শ্যামল সোম
পাগলা হাওয়া বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
চেনা শোনার বাহিরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যাই ছুটে।
--------------------------------
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
পাবো না, পাবো না
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।
ভালোবাসার এমন গুন
এ বয়সে ফেরে ফাল্গুন,
কৃষ্ণচূড়া লালে লাল হৃদয়।
বৃক্ষ শাখা হতে ঝরা পাতার মর্মর ধ্বনি
তৃষ্ণার্ত শিকড়ে সন্ধানে এ সঙ্গীত শুনি।
অনুপ্রাণিত প্রাণের অফুরন্ত ভালোবাসা নিও স্বপ্না
তোমার কাব্য পাঠে মুগ্ধ হয়ে তোমার নূতন নামাকরণ
করলাম ভালোলাগার বশে।
তোমাদের অকৃত্রিম ভালোবেসেই
রবীন্দ্রনাথের গান এল মোর প্রাণে,
" তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
--------
আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই।
আজ ও খ্যাপা খুঁজে ফেরে
খ্যাপা গেয়ে গানে-- বলে, " ও গো আমার সোনার মানুষ চাই,
বল সবাই কোথায় গেলে পাই ?"
এ দেশে খুঁজে ফেরে খ্যাপা পরশ পাথর
" ও রে ও খ্যাপা আদারে বাদারে দিনে
রাতে খুঁজিস কী তুই ?
খ্যাপা এক গাল হেসে বলে -" পরশ পাথর- "
শুনেই তাজবব -" খ্যাপা পরশ পাথর নিয়ে করবি কী "?
" ক্যানে মাইনষের গায়ে ছোঁয়ায় দেবো,
সব সব সবাইর সোনার মানুষ হয়ি যাবে।"
হাসতে থাকে খ্যাপা
শ্যামল সোম ।
ভালোবাসে তোমাদের পাগল হলাম।
No comments:
Post a Comment