Tuesday, 31 January 2017

আত্ম প্রকাশের আত্মকথন দ্বিতীয় ভাগ

এ ভাবেই  নৈঃশব্দে আলোড়ণ না তুলে ঘোলা
জলে বসত করে শেষ হয়ে যাবে আমার ব্যর্থ ব্যথিত জীবন?
মাঝে মাঝেই প্রতীক্ষিত মন প্রশ্ন করে কেন কেন এলি এ সংসারে?
ঈশ্বরের স্মরণাগত হই, ঈশ্বর ছাড়া আর কে  আছেন একান্ত  আপন ?
ঈশ্বরের  কাছে সর্বদাই   স্মরণার্পণ,  আত্মসমর্পণ, প্রার্থনা করি --
হে প্রভু  সারা জীবনে দারিদ্র, অল্প  শিক্ষা, লোকের তিরস্কার  তীবর ভর্ৎসনা
হাবাগোবা লোক চিরদিন লাঞ্ছনা নির্যাতন অত্যাচার শৈশব থেকে এই বৃদ্ধ
বয়স পর্যন্ত  অপরাধ--  বাস স্থান চূর্ণ বিচূর্ণ বিচ্যুত,   জাতপাতে অচছুৎ
শিক্ষিত নই, দারিদ্রের কলংকৃত দাগ পাথর বৃষ্টির  আঘাতে  আঘাতে জখম
মন, শরীরে রক্তাক্ত ক্ষত হতে হৃদয়ে রক্ত ক্ষরণ  এ ভাবেই জীবন যুদ্ধে কখন
কলেজ স্ট্রিট  পেছনে ছাপাখানায় মুঠের কাজ কৈশোরে বস্তাবন্দী বই বহে
যেতে হত প্রকাশকদের আস্থানাতে, উনিশো ষাট সালে দশম শ্রেণীর ছাত্র কিন্তু
দারিদ্র্য  তখন সাত ভাই বোন অভাবের সংসারে পড়াশোনা বিলাসিতা নিসপ্রয়োজন
নিস্পৃহতা সবাই উদাসীনতা আজ ও কাঁদে মন।

ঈশ্বরের অশেষ  কৃপায় ঐ হাড়ভাঙা খাটুনি পরে, শেষে পাওয়া গেল কারখানার শ্রমিকের কাজ।
ঈশ্বরের আনুকূল্য  এ প্রাইভেটে স্কুল থেকে কলেজ কয়েক মাস সেই বঙ্গবাসী কলেজে কফি হাউসে
নামী কলেজ প্রেসিডেনসি কলেজের ছাত্র ছাত্রীদের জমায়েত কবিতা পাঠ কফি হাউসে সাহিত্য চর্চা
স্প্যানিশ কবি পাবলো নেরুদার, কাব্য ও লোকনাথ ভট্টাচার্য  রযাঁবো চিলি বলেভিয়া কোলকাতার
বই মেলার  এবারের 2017 আমন্ত্রণ দেশ।
স্প্যানিশ কবির পৃথিবীর বিভিন্ন দেশের কবির কবিতা অনুবাদ মানবেন্দ্র  ব্যানার্জি, সুনীল গাঙ্গুলি
পরিচিত পত্রিকা বুদ্ধদেব বসুর  কবিতা পত্রিকা তে প্রকাশ পেতো বিদেশী কবির কবিতা।
কালিদাস নাগ দাদু মায়ের কাকা বন্ধু ছিলেন উনি কাকুলি নামে ছন্দ মিলনে চাঁদ তারা ফুল কুলকুল
কবিতা লেখেন ফুলে ফুলে লাইকে লক্ষ লাইক মন্তব্যে গদগদ  অশ্লীল লাগে যখন দেখি কেউই মহিলা কবির
পোষ্ট করা নিজের ছবি কবিতা পোষ্ট করেন ফেসবুকে  অশালীন মন্তব্য পড়ে লজ্জিত বোধ করি
এই জন্য  অনেকেই আমাকে ব্লক  হ্যাক করছেন প্রতিবাদে ভাষা এখন চাষের ভাষা।
সংসারের হাল ধরতে হলো, লেখালিখি লিটিল ম্যাগাজিন সাহিত্য বাসরঘর  এ প্রবেশ নিষেদ।
বাঙালি মানেই কাঙালি সব জায়গাতেই  দলাদলি এই নিলে বাঙালি  আত্মঘাতী বাঙালি।

No comments:

Post a Comment