আমার প্রিয় এক কবির উদ্দেশ্য উৎসর্গিত
শ্যামল সোম
তুমিই আমার ভোরের বেলার ভৈরবী
তুমি বোন রাতের বেলার রাগ দরবারী
কত শত রাগে শুনে ছিলেম তোমার
কাব্যের স্বপ্নের গান ও কবিতা আজও
আমার পোড়া হৃদয়ে ক্ষতে অম্লান সমৃদ্ধ।
হে নারী ঋদ্ধ করেছো কাব্যিক ছন্দে ছন্দে
বিমূর্ত শব্দের স্পন্দনে আলোড়িত মমনে
বিমুগ্ধ পৃথিবীর নতুন স্বপ্নে জলছবি আঁকা
তোমার অসামান্য যত লেখা পড়ে অনুপ্রাণিত।
সে স্মৃতি বহমান কবি ধন্য ধন্য ধন্যা, অনন্যা
তোমার কাব্যের ব্যথা ও সুখের বন্যায় ভাসি।
বিমুগ্ধ বৃদ্ধ পাঠকের প্রাণিত প্রাণ উৎফুল্ল উচ্ছল
আজও যখন পড়ি, আকুল নয়নে আনন্দে মনে
বৃষ্টির ভেজা গোধূলির রঙে রাঙা আকাশে ধ্রুব
তারা বোন, আমার ভালোবাসা স্নেহাশিস রইল।
রবীন্দ্রনাথের গান এল মোর প্রাণে
" যদি প্রেম দিলে না প্রাণে
তবে ভোরের আকাশ ভরে
দিলে কেন এমন গানে গানে।
প্রভু আমার তাইতো হেথায়
এলে নেমে।
আমার বিশ্বাস এক মাত্র প্রাণের প্রিয়
আমার পথের পথিক নির্দেশক প্রভুর
কাছে আত্মসমর্পণ করে প্রেম নিবেদন।
রবীন্দ্রনাথের গান, " আমার সকল দুখের প্রদীপ জ্বেলে করবো নিবেদন
আমার ব্যথার পুজা হয় নি সমাপন !"
এর জন্য চাই সাধন।
অপূর্ব লিখেছেন, ধন্যবাদ।
কবির জন্মদিন প্রতিদিন
সূর্যোদ্বয়ের ভোরে লেখেন
কবিতা তৎক্ষণাৎ জন্ম নেন
নূতন আর এক স্বপ্নের কাব্য।
হঠাৎই মনে এলো জানাই
উষ্ণ অভিনন্দন উন্মুক্ত প্রেম।
No comments:
Post a Comment