Thursday, 5 January 2017

মনের মাঝে রয়েছো তুমি

অশেষ ধন্যবাদ জানাই অভিনন্দন ও
শুভেচ্ছা স্বরূপ এই কবিতাই আমার অর্ঘ্য।

মনের মাঝে রয়েছো তুমি

শ্যামল  সোম

সুখের  খোঁজে নেই 
তোমার খোঁজেই
আছি, খুঁজতে গিয়ে
এখন মনের মাঝে
তুমি, সোনালি আমার স্বপ্ন 
তুমি অনন্যা
কোনদিনই তুমি ফিরবে না,
জানা ছিলনা?
আজ এখন আমার সকল
সুখ গিয়েছে সড়ে
শুধুই  দুঃখ ভালোবেসে
দুহাতে জড়িয়ে  ধরে,
" কোলকাতা কিনু গয়লার ( রবীন্দ্রনাথের  বাঁশি কবিতার থেকেই
গলির" মোড়ে - দূরে
আমার নির্জন এ ছাদ ভাঙা
দুখের ঘরে বাস।
বিশাল প্রাসাদে রানীর
মতোন তোমার বসবাস।
বৃষ্টি  ঝরা শ্রাবণের রাতে
অন্ধকারে নিমজ্জিত মন
অভাবের সঙ্গে থেকেও
স্মৃতি জড়িত সোহাগী ক্ষণ,
" এ কিনু গয়লার গলি,
পথের ধারেই
একতলা দেয়ালে ঘর" একা
একাকীত্ব মাঝেই বাজাতাম
বেহাগের সুরে বাঁশি।
শ্যামলাবরণ ফুলপুরের
কৃষ্ণকলি সে এখন পর।
বহুদূরে কর্ণফুলী নদীর
ধারে কাছেই  থাকি
প্রেমের স্মৃতি নিয়ে ছাত্র পড়িয়ে,
" ধলেশ্বরী নদীর তীরে যে আছে
অপেক্ষা করে পরণে ঢাকাই শাড়ি
কপালে সিঁদুর- --"
আজ সব ফাঁকি,
তবু তুমি মাঝে মাঝে কেন
আমার মনে দাও উঁকি।

No comments:

Post a Comment