Sunday, 22 January 2017

শুভেচ্ছা বার্তা

রবীন্দ্রনাথের গান এল মোর প্রাণে
" যদি প্রেম দিলে না প্রাণে
তবে ভোরের আকাশ ভরে
দিলে কেন এমন গানে গানে।
প্রভু আমার তাইতো হেথায়
এলে নেমে।
আমার বিশ্বাস  এক মাত্র  প্রাণের প্রিয়
আমার পথের পথিক নির্দেশক প্রভুর
কাছে আত্মসমর্পণ করে প্রেম নিবেদন।
রবীন্দ্রনাথের গান, " আমার সকল দুখের প্রদীপ জ্বেলে করবো নিবেদন
আমার ব্যথার পুজা  হয় নি সমাপন !"
এর জন্য  চাই সাধন।
অপূর্ব লিখেছেন, ধন্যবাদ।

শুভেচ্ছা বার্তা

শ্যামল  সোম

যাঁরা ভীষণ ভাল 
লেখেন অথচ
লেখার স্বীকৃতি
না পাওয়ার
বেদনায় বেদানার্ত
হৃদয়ে সাড়া দেয় না
পোষ্ট করার  ইচ্ছে।

অনুরোধ করবো
দোহাই  লিখো
যদি বন্ধু ভাবো।
" সময় থাকতে
সাধন হল না"
সময় হচ্ছে
সেই অচীন পাখি,
" খাঁচার ভিতর অচিন
ক্যামনে  আসে যায়।"
আহাম্মক অনধিকার
চর্চার ক্ষমা করবেন ।
কেন লিখলাম
আমার মতই
এই খেতে শুতেই
দিন চলে যায় দিনের পরে
দিন দিন বেড়েই যায় প্রভুর
কাছে অপরিশোদ্ধ  ঋণ।
দিন বহে যায় সময়ের
বহমান স্রোতে
এখন শুনি নিজের
কান্না নিজের বুকে কান পেতে।

No comments:

Post a Comment