আজ ও খ্যাপা খুঁজে ফেরে
এ দেশে খুঁজে ফেরে খ্যাপা পরশ পাথর
" ও রে ও খ্যাপা আদারে বাদারে দিনে
রাতে খুঁজিস কী তুই ?
খ্যাপা এক গাল হেসে বলে -" পরশ পাথর- "
শুনেই তাজবব -" খ্যাপা পরশ পাথর নিয়ে করবি কী "?
" ক্যানে মাইনষের গায়ে ছোঁয়ায় দেবো,
সব সব সবাইর সোনার মানুষ হয়ি যাবে।"
হাসতে থাকে খ্যাপা শ্যামল সোম ।
No comments:
Post a Comment