শ্রীচরণেষু জননী
শ্যামল সোম
তুমি কেমন আছো মা, কেমন আছে আমার জন্মভূমি, আমার ফেলে আসা গ্রাম, কেমন গাঢ় অঞ্চল পার্বত্য চট্টগ্রাম,
সিলেট, জানো মা এই সিলেটের মানুষ জাহির, নামটি গোপন রাখলাম, লন্ডনে বসবাস, তিন পুরুষ ধরে, ইংরাজী ভাষাই লেখেন। বিখ্যাত সাহিত্যিক এ আদি নিবাস ছিল সুন্দরী সিলেটে।
ভীষণ ভালো মানুষ গত 2015 সালে এসে ছিলেন, কোলকাতার ব্রিটিশ কাউন্সিল
সৌজন্যে, উনি অসামান্য বক্তৃতা দিলেন, এই বিষয়ের উপরে, লেখকের স্বাধীন চিন্তা ও পারিপারশিকতা পরিস্থিতি কতটা সাহিত্যিক কলমে বা মনে প্রভাব ফেলে-- খুব দর্শন সূলভ, পরিসংখ্যান ইত্যাদির পরে নির্ভর করে আপন ভঙ্গিমায়
মনের কথা ব্যক্ত করেছিলেন, মুগ্ধ হয়ে শুনছিলাম, ওঁনার সাথে কথোপকথন কোলকাতার একটি দৈনিক সংবাদ পত্রে আমার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল।
একটি প্রশ্ন শুনে উদাস হয়ে গিয়েছিলেন ইংরাজী ভাষায় সাহিত্যিক, " কখন কি পড়ে মনে আপন শেকড়ের সন্ধানে ?"
ইংরাজী ভাষায় লেখেন তবু গোপনে মনের কোনে এই সিলেটের জন্য কেন কাঁদে প্রাণ নিভৃতে নির্জনে একাকিত্বের মাঝে ?
মাগো আমি ভাষাহীন সাহিত্যিক নই আমার জ্ঞান খুবই সীমিত অতি সাধারণ সামান্য দিন দরিদ্র মানুষের কেন কাঁদে প্রাণ
ময়মনসিংহ সোমেশ্বরী নদী, ব্রক্ষ্ম পুত্র নদী, বিশ্বখ্যাত শিল্পী জয়নাল আবেদীন সংগ্রহ শালার পাশ দিয়ে বহে যায়
বহমান নদী বা নদের দিকে তাকিয়ে কেন যেন রক্ত ক্ষরণ এর প্রপাত আছড়ে, পড়ে পড়ল আমার হৃদয়ের গহীন অরণ্যে?
চিরদিনের জন্য ফেলে আসা সোনার দেশ বাংলাদেশের জন্য ক্ষোভ, আমার কষ্ট এর কথা লেখার মনের ব্যর্থ প্রয়াস। আমার বিক্ষিপ্তমন খুব খারাপ যখন মৃত্যুর পদধ্বনি শুনি প্রতিনিয়ত, শেষ বয়সে মৃত্যুর ডাক শুনি, তখন ভাবি আর একবার, এই শেষবার শেকড়ের টানে ছুটে গিয়ে জড়িয়ে শৈশবের অপূর্ণ স্বপন, শৈশবের সাথী গাছটিকে আলিঙ্গন করি।
হতভাগ্য আমি আর বোধায় ফেরা হলো না, মা মাগো নদী-জননীদের কাছে?
মাগো ভালো নেই আমি,
তুমি ভালো থেকো মা।
তোমার পলাতক শরণার্থী সন্তান
অনেকেই জিজ্ঞেস করেছেন কেন যাই বাংলাদেশে -- আবেগ প্রবণ সত্যি একটি আমি বেকুব বেক্কল বেল্লিক বোকা তাই।
আপনাদের মত মানুষদের কুর্নিশ জানাই
অসামান্য সব মন্তব্যের জন্য কৃতজ্ঞ রইলাম
মঙল হোক আপনার সাহিত্যিক আপনারা বলুন
কেনো আমার প্রতি বছর ছুটে ছুটে যাওয়া মাটি
মাটির বুকের ভেতর বন্দি যে লুকিয়ে অপার্থিব
স্নেহ ভালোবাসা আমার প্রতি আমি মাটির বুকে
কান পেতে শুনি, আদরের ডাক কেমন আছিস
শ্যামল? ভালো নেই মা -- আশীর্বাদ করো মা মাগো।
No comments:
Post a Comment