Wednesday, 4 January 2017

আত্মজার জন্যে পিতার আত্মবিলাপ

বাবু মশাই ও বাবু মশাই দেখছেন নাহি
আমার কইন্যা আমার জান রেশমীকে
হৈ দিন বাপ বেটি দুজনে গেছলাম হৈ
মাদারীপুরী হাটে, ষোল বছরের কইন্যা 
মা মরা বেটি, বড়ই অভিমানী কইলাম
মাদারি কা খেল আর দেখে কাজ নাহি
রাত হই  যাবে এত ঢা পথ আঁধার হলি
শেয়াল  শকুনের দল  ওৎ  পাইতা থাহে
অবুঝ মন ষোল বছরের মাইয়ার ছলছল
করে চোখ, ওরে আমি ক্যামনে বুঝাই কন
দেহি রাজকন্যা মত রূপ বেহেস্তের  হুরী জন্ম
ক্যান হইলো কন দেহি, আমার বেগমরে দেখতি
ভালো ঐ হইলো সর্বনাশ মেয়ে মাইনষের রূপ
শয়তান  আইসা লুঠ কইরে লয়ে যায় বেবাক
বেকুবের মতন  ধানের গোলার আড়ালে লুইকা দেহি
জবাই করনের লাগি টাইনা হিঁচইড়ে গরুর মতন।

No comments:

Post a Comment