Friday, 6 January 2017

ভূমিকম্পের অনুভবে

ভূমিকম্পের অনুভবে    তারিখ ---:3---1---2017

শ্যামল  সোম

মানবিকতার অভাবে এ ধরিত্রী বসুন্ধরা
মা মাগো এত অন্যায়  অত্যাচারে মাগো
শতসহস্র ভূমিকম্পে প্রাকৃতিক বিস্ফোরণে
ধ্বংস করো ধ্বংস করো নারী জননীর প্রতি
নির্যাতন অত্যাচার অসহ্য হিংস্রতার বিরুদ্ধেই
পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে শতশত নারী
প্রতিনিয়ত ধর্ষনের শিকার বঞ্চনা লাঞ্ছিতা
এতো পাপ আমাদের আমরা নির্লিপ্ত উদাসীন
বাস্তবের সম্মুখীন সাহস নেই, আমাদের কোন
মেরুদন্ড নেই, সরীসৃপের সর্পিল হামাগুড়ি দিয়ে
চলি নিশাচর প্রাণী আপনার তরে আপন আমি
আপন সুখে আত্মসম্মান বোধহীন প্রতিবাদি কন্ঠ
স্তব্ধ, নিশ্চুপ সহিংসতায় স্বদেশ বিদেশে দেশে এ
কিছু পশু মানুষ মানুষের স্বধর্ম ভুলে বা কোন ঐ
ধান্দায় মারণ অস্ত্র নিয়ে পরস্পরে নিরীহ শান্তি প্রিয়
অসহায় প্রতিরোধের প্রাচীর গড়ে মানব শৃঙ্খল নয়
মোমবাতির  মিছিল আর নয়, এগিয়ে এসো জননী
নেতৃত্ব দেওয়ার  আহবান জানাই তোমার মৃত্যুর মুখে
এ বৃদ্ধ গুণমুগ্ধ, জরাগ্রস্ত জরাজীর্ণ অসুস্থ সন্তান
সজলপাগলের প্রলাপ সংলাপ এ বৃদ্ধের মনে স্বপ্ন
বপন করেছে তুমিই জননী, প্রতি  নিয়ত অত্যাচার
বিরুদ্ধেই  সুতীব্র জমা ক্ষোভ আক্রোশ বাঘিনীর
চোখে জ্বলে উঠবে প্রতিরোধ ডাক দাও মা মাগো
রক্ষা করো, ফেরাও মাগো মানবিক চেতনার, 
চৈতন্য দাও আমাদের আজ কলমই হোক  আমাদের
সবার অস্ত্র  শানিত হাতিয়ার এই কলম ধরেছেন জননী।

No comments:

Post a Comment