তারিখ--: 16--1--2017 গদ্য কবিতা
গত সারারাতে স্বপ্নে দেখি তোকে
বাঁশিওয়ালা শ্যামল সোম
কাল রাতে চন্দন বনে
লেগেছে আগুনে
পাগলি এ ভাবে কেউ কি
রক্তাক্ত করে চুম্বনে ?
চন্দন বনে আগুনে পুড়ছি
রাতে আমরা দুজনে
দুটি নগ্ন দেহের দেহজ
প্রেমের তুমুল সে সহবাসে
পাগলি তোর পীনাভ স্বর্ণস্তনে
দংশনে চাষবাসে
নাভিমূলে ঘণ শিহরণে ফুটে
উঠছে শ্বেত গন্ধরাজ
গভীরতর রাতে তোর
শারীরিক ষোল কলায় কাজ।
পাগলি তুই স্বপ্নে এলি
মৎস্য কন্যার দুহাতে জড়িয়ে
নীল নদে আমাকে বুকে নিয়ে
চিৎ সাঁতারে ভাসিয়ে
সাগর থেকে টেনে তুললি
অচেনা এক কোন দ্বীপে
সৈকতে সূর্যোদ্বয়ের ভোরে
অচৈতন্য আচ্ছন্ন ভাবে
পড়ে আছি, পাগলীর চাপে
পেটে সমুদ্রের নোনা পানি
গল গলিয় বেড়োয়, শেষে রাঙা
ঠোঁটে শ্বাস টানাটানি।
তোর সজরে ধাক্কায় দিলি
বসিয়ে আমায় ঘর্মাক্ত দেহে
তোর রূপ ঝরে চুঁ ইয়ে যৌনবতী
শিশিরের মতন কামে।
চারিদিক তাকিয়ে দেখি
চারিদিকে সুনীল সাগরের মাঝে
নির্জন দ্বীপ সারিসারি নারকেলের
গাছে আলো উঁকি মারে।
পাগলি এই নিরালা নির্জন দ্বীপে
আনলি কেন প্রেমের টানে
প্রেমের টান নেইকো আর,
এনেছি বুড়ো তোমাকে খাবার বলে
উন্মত্ত হিংস্র বাঘিনী অট্টহাস্য
ঝাঁপিয়ে পড়ে প্রচন্ড ঢেউয়ে বুকে।
No comments:
Post a Comment