Sunday, 22 January 2017

রম্য রচনা। সত্য কথার সাত খুন মাফ

সত্য  কথার সাত খুন মাফ            ( রম্য রচনা - দোহাই কেউ রাগ করবেন আগেই মাফ চাইছি )

শ্যামল   সোম

অখন্ড ভারতবর্ষের  সম্পর্ক সম্রাট  আলেকজানদার বলেছিলেন -" সত্যই  সেলুকাস কি বিচিত্র এই দেশ ?
" সাত কোটি সন্তান রে জননী মানুষ করো নি, " ( দেশ ও গর্ভবতী  জননীদের কথাই বলছিলেন
কিনা জানা নেই, আজও যখন দেখি ভারতবর্ষে ও বিভিন্ন দেশে কিছু জননী নারী পাচার চক্রের সঙ্গে
আড়কাটি কাজ করে বা ধর্ষিতার কিশোরী বিপক্ষে নিজের পুত্রকে শাস্তির হাত থেকে বাঁচতে মিথ্যাচার
করেন তখন মহাভারতের  ঐ গান্ধারী কথা মনে পড়ে যখন দূরশাসন দ্রোপতির চুলের মুঠি ধরে প্রকাশ্য
রাজনৈতিক সভায় দ্রোপতি পঞ্চ স্বামী  সহ অন্যান্য পুরুষ  উদাসীন, নির্লিপ্ত কেহ হয়তো উৎসুক নগ্ন দেহ
দর্শনে উদগ্রীব।
আজও  যখন ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে দৈনন্দিন প্রতিনিয়ত নারী নির্যাতন অত্যাচার অসহ্য হিংস্রতার শিকার
হচ্ছেন আমাদের  এই একবিংশ শতাব্দীর প্রারম্ভে তখন এ বৃদ্ধের চোখে আসে জল প্রচন্ড ক্ষোভ মাফ করবেন
ভাবাবেগে পাগলের প্রলাপ।
শৈশবে শিশুটি গর্ভ ধারণ, প্রতি পালন, স্তন দান,  অক্ষর পরিচয়, নৈতিক শিক্ষা, গান শোনে শিশু সে কাকে প্রথম
ভালোবাসে কার স্নেহে  আদরে প্রতিপালিত হন, ভালো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব পালন করেন কে
তিনি আমাদের সকলের গর্ভবতী জননী প্রণাম  জানাই।
তাঁদের  অপরিসীম ত্যাগের প্রতীক স্বরূপ উন্মোচিত আলোকিত মানুষ মানুষের জন্য যারা ভাবেন তিনি আমাদের
মমতাময়ী তিনি জননী ফেরাও আমাকে এক সুন্দর ও শান্তির রাজ্যে।
মা মাগো জননীদের কাছেই আমার  একান্ত ব্যক্তিগত প্রার্থনা মঙল কল্যাণ করো মা মাগো তোমাদের চরণে
যদি পাই ঠাঁই স্বর্গ  এ বসবাসে শান্তির  আবাস।

হঠাৎই  নেই পড়ল কোন অধিকারে হস্তক্ষেপ করছি সমাজের সামাজিক প্রাসঙ্গিক উল্লেখ করছি কেন,
পাগলের প্রলাপ সংলাপ  ভেবে মার্জনা করবেন।

বাংলা সাহিত্য চর্চা সাধনা ঐ কেরানীর কাজ চল্লিশ বছর ধরে করে এসেছি, লেখার সুযোগ বা উৎসাহ কৈশোরে
যৌবনের প্রারম্ভে চেষ্টা করতাম।
আজও  এই বৃদ্ধ জরাগ্রস্ত জরাজীর্ণ অসুস্থ  দেহে  চেষ্টা করছি মাগো, আমার নব্বই বছরে জীবিত জননীর
আশীর্বাদে।
সোজা  কথা  সরল ভাবেই লিখি থাকে না যথার্থ শব্দ চয়ন, শৈল্পিক লিখন শৈলী শৈল্পিক নান্দনিক কাব্যিক অপূর্ব
চিত্রকল্প বিমোহিত মনমুগ্ধকর কাব্যের স্ফুলিঙ্গ কাব্যে ছন্দের বিমূর্ত প্রতীক স্বরূপ উন্মোচিত আলোকিত বিন্যাস
মাধুর্য, কিছুই পাবেন না  নিষ্ফল এই আমার লেখাতে-- এ যেন পাগলের প্রলাপ মনের গোপন কথা পড়ে ক্লান্ত
বিরক্ত  হলে ক্ষমা করবেন আমাকে।

আমার লেখার অক্ষমতা  আমাকে খুব কষ্ট দেয় কাঁটা ফোটে গায়ে, আহাম্মক  অনধিকার চর্চা সাহিত্য কাব্যে
বিশুদ্ধ পানির আপনাদের সাহিত্য প্রতিভার বহমান প্রবাহ এ কাব্য সঙ্গমে দূরে দাঁড়িয়ে অনুভব করি কী সব
আশ্চর্য কী অসাধারণ সব রঙ বেরঙের লেখা প্রতিটি কবিতা আপনাদের লেখা সাহিত্যের  উদ্যানে ফুটে উঠছে
ফুল আপনাদের কাব্যের  সৌরভের সারা বিশ্বের বাংলা ভাষি  মানুষ মুগ্ধ  হচ্ছেন  আপনাদের লেখাতে।

এটি আমার নিজস্ব  অভিজ্ঞতা আমার উপলব্ধি মাফ করবেন জ্ঞানী মানুষ  হিসেবে।

জননীদের ভগ্নীদের কন্যার লেখা  আমার মন ছুঁইয়ে ছিল মাত্র মাগো তোমাদের লেখা ও আমার  সামান্য
লেখা কৃপা করে মন্তব্য করার জন্য কৃতজ্ঞ রইলাম জননী অনুপ্রাণিত  করো আপন সন্তানের মতন।
দোহাই  আপনাদের  যাঁরা  অসন্তুষ্ট হলেন ক্ষমা করবেন প্লিজ।

আমার সহজ সরল মায়ের  লেখা বোনের লেখা  উল্লেখ পাবেন পরবর্তি লেখাতে।

আমার জননীদের  বোনদের সাহিত্যে জ্ঞানের বর্তিকা বহন কারী
এই দাদাভাইয়ের স্নেহাশিস সাথে নত মুখে কুর্নিশ জানাই ।
বয়সে ছোট ছোট হলেও সাহিত্য চর্চা সাধনে লিখনে
আমার চেয়ে অনেক উর্ধে, অবশ্যই জননী সব কাজেই
পরম যতনে ধৈর্যে একনিষ্ঠ সাধিকা, কাব্যে  ভজনে সাধনায়
আমার ব্যক্তিগত এ মতামত  তাঁরা সাহিত্য জগতে বঞ্চিত হচ্ছেন।
আমার দৃঢ় বিশ্বাস  সেলিনা হোসেনের মতন সাহিত্যিক  এগিয়ে আসছেন।

No comments:

Post a Comment