Thursday, 5 January 2017

মমনে মিতালি তুই আজও আছিস মনে

তারিখ -: 5---1---2017 গদ্য কবিতা পোষ্ট নম্বর  4

মমনে মিতালি তুই আজও আছিস মনে

শ্যামল সোম বাঁশিওয়ালা

গ্রুপের সকল সদস্য সদস্যাদের 
নমস্কার সুপ্রভাতে প্রসন্ন মনে জানাই,
তবু উচাটন মাঝে মাঝেই
প্রতীক্ষিত এক প্রেমিকের
হৃদয়ে রক্তাক্ত ক্ষরণে শিশিরের
ব্যথা অনুভব করে  কতজন?
বিচার্য আমার সর্বনাশের প্রেমে।
এ আমার একান্ত ব্যক্তিগত মতামত
অন্যের নয়, স্পন্দনে স্পর্শে
জাগে  স্মৃতির শিহরণ বহমান এই
ঝর্ণা,  তোর কাব্য স্রোতে ভাসি।
সে প্রিয় আমার এক প্রেমিকার
নাম  মিতালি তুই মন পাখি,
তুই আয় উড়ে আয় আমার কাছে,
শেষ কটা দিন প্রেমে রই।
আগামী শুভ নববর্ষের শুভেচ্ছা
অফুরন্ত ভালোবাসা রইল
তোমার জন্য, কে  জানে বাপু
ছবি হয়ে শোলার মালা পড়ে
ঝুলবো, শুভ্র দেওয়ালে পিঠে,
খুব মনে পড়বে তোকে মিতালি?
আশ্চর্য  ! মরার পর কি 
সত্যই  মানুষের প্রেম ভালোবাসা মনে থাকে?

No comments:

Post a Comment