তারিখ 3---1--2017
পোষ্ট 2
বিভাগ কবিতা
এই বোন তুই আমার মা হবি
মিতার পাগলা দাশু
বোন তোকে বলি শোন
ফুরিয়ে গেল এ জীবন
আমার বোনের মতো কেউ নেই
আপন যদিও রক্ত ধর্ম দেশের সীমান্ত
এলাকার পারে তবু ধুলোর আছি পড়ে
বোন তুই মা হবি?
আর এক মানবী মা
তিনি অবহেলে
স্বপ্নে বিভোর মোহাচ্ছন্ন
বিমোহিত অচৈতন্য আছেন।
আমি বিপদে পড়লে জানি
আমার মিতা বোনকে পাশে পাবো
এত ভালো মানুষের মন
দার্শনিক চিন্তনে আলোড়ণ তোলেন
আমার হৃদয়ে,
বোন লেখেন না
আমাকেই আমার বোন অনুপ্রেরণা দেন।
কুর্নিশ জানাই
এই ভাবেই উৎসাহের সাথে
পাশে থাকার জন্য,
এও এক সাহিত্যের অবদান
রাখার জন্য ধন্যবাদ জানাই।
আমার প্রাণের অস্তিত্ব জননী
কাছে অচছুৎ আমি
বৃদ্ধ সন্তানের কোন খোঁজ নেয় না,
মাকে হারিয়ে পাগল হয়ে গেছি।
সুপ্রভাতে এই গ্রুপের কবিদের ও
ভালোমানুষ এর সকল
সদস্য সদস্যাদের জানাই উষ্ণ অভিনন্দন।
দূর্দান্ত গ্রুপ এতই সহজ সরল মানুষের
সান্নিধ্য লাভ উচছসিত আমি।
" বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না।"
সকলের জন্য সুন্দর সকাল বয়ে আনলাম
আপনাদের জানাই অভিনন্দন কল্যাণ হোক
আপনাদের সবার।
No comments:
Post a Comment