রোদন ভরা বসন্ত ( গল্প হলেও সত্য )
শ্যামল সোম
আমার এক দুখি হতভাগী কন্যা
রূপের বন্যায় আমোদে আহ্লাদে
শৈশব কৈশোরে কোলকাতার
বালিগঞ্জ এলাকায় পশ এরিয়া
আমার বন্ধু সমীর মুখার্জি যাদবপুর
ইনজিনিয়ারিং বিশ্ব বিদ্যালয়ের নামী
প্রফেসর হাসিখুশি মানুষ জ্ঞানিগুনি
ব্যক্তিত্ব সম্পন্ন আদরের সুমি সুস্মিতা
একমাত্র কন্যা তার রাত দিন বায়না
বাসনার শেষ নেই, সুমির মা তিনি একটি
ঐ লেডি ব্রেবন কলেজে ইংরেজি সাহিত্যের
অধ্যাপিকা অবন্তিকা তিনিও আমার বান্ধবী।
যেমন অপরূপ সৌন্দর্য প্রতি বছর চৌদ্দ মেয়ের
অহংকারিনী ক্লাসে কখন সেকেন্ড হয়নি।
নাচ শিখতে থানকুনি কুট্টি কাছে, ভারত নাট্যম
রবীন্দ্রনাথ সরোবরে লেক ক্লাবে সাঁতার শিখতে
গাড়িতে, তৈরী হয়েই ছুটতো অবশ্যই গাড়িতে
কোলকাতার নামী স্কুলে LA MARRTIN SCHOOL.
একদিন সুমিকে প্রশ্ন করলাম, " হাঁ রে সুমি এত সব
সামলানো এতো সহজ নয়, "
ঝাঁপিয়ে আমার গলা জরিয়ে, " I HAVE TRIED TO TOUCH THE SKY
TO BE LOVED YOU DEAR UNCLE.
সবাইর ওর বাপি, মা, মায়া মামী উচছসিত অট্টহাসি মাঝেই
উচ্ছাসে আমার গালে চুমু খাওয়ার পরে লজ্জায় লাল
রাঙা শিমুল ফুটে উঠলো, আকাশে গোধূলির রঙের বাহার।
ঝরা পাতা গো আমি তোমারি দলে
অনেক হাসি অনেক অশ্রু জলে।
ক্রমশ চলবে।
No comments:
Post a Comment