স্বাগতম সুপ্রভাতে সবাইর জন্য রইলো
অনেক অভিনন্দন ও শুভ কামনা।
না না না কোন রক্তের বা ধর্মের সম্পর্ক নেই
এ হচ্ছে আমার শতসহস্র জননী- ভগ্নী - কন্যা-
নাতনীদের এক বিশিষ্ট কবি Farhana Akter Flora উৎসর্গিত করলাম।
আমার বোন ঝর্ণা
কলম মনের কথা,
মনের যত জমা ব্যথা
শ্যামল সোম
বোন তোমার কাব্য পাঠে ভাষাহীন
আমি শব্দের চয়নে স্পন্দনে স্পর্শে
এ হৃদয়ে নৈঃশব্দে আলোড়ণ।
তোমাকেই বলি সে ভালোবাসার
গল্প হলেও সত্য বিশ্বাস " নীরাকে
যে হাত স্পর্শ করেছে" সে কী?
মনের কথা চোখের ভাষাতেই
বোজে কজন ?
নীলাঞ্জনা ভাগ্যবান আমরা সেদিন
পরস্পরের চোখে চোখ নিঃশ্বাস
রুদ্ধ, অনিমেষ পলকহীন বাহ্যজ্ঞান
বহুক্ষণ পরস্পরের দিকে নিষ্পলক
চোখে চেয়ে থাকা পঞ্চাশ বছর ধর।
হঠাৎই গত পনেরই ডিসেম্বরে 1967
ISD কলেজ বহুক্ষণ কথা হয়েছিল
অতীত যেন সাক্ষাৎ সামনে এসে দাঁড়াল।
বর্তমানে 2016 সেই একই গলা সুর শুনি
চমৎকৃত হলাম অবিশ্বাস্য হলেও সত্য।
দূরভাষে তোমার মিষ্টি গলার শুনে
কেউ বলবে গিন্নি তুমি যেন বাচ্চা
মেয়ে তুমি, সেই আমার হারানো সুর
1967 সালে ঢাকার অনুষ্ঠানে স্বরচিত
ও আপন সুরে, অসীমের মাঝে অনন্যা,
তোমার গান শুনে প্রেমে পড়েছিলাম।
শুভেচ্ছা জানাতে, খুব কাছে গিয়ে
চোখে চোখ পড়তেই হৃদয়ে কম্পন
অনুভূত বিমোহিত মনে স্মৃতি রোমন্থন।
পুনশ্চ- প্রথম প্রেম ফেরালে তুমিই মন
আশ্চর্য তোমার এ প্রেমের আকর্ষণ
মীনাক্ষী শেষে এই বাহাত্তর বছরের
বৃদ্ধের মন ছূঁয়ে দিলে কাব্য সুষমায়
মুগ্ধ হয়ে, কখন কি শুনেছে কেউ
কবির অসামান্য লিখন শৈলী নান্দনিক
চিত্রকল্পে ছন্দের বিমূর্ত প্রতীক তুমিই
বিমুগ্ধ এ বৃদ্ধ পাঠক প্রেমিকের মনের
কথা, মনে ফেরে স্মরণে, ঐ ক্ষণে ক্ষণে ।
আমার বোন ও খুব প্রিয় কবির অভিব্যক্তি
পঁচাত্তর বছরের বৃদ্ধ দাদুভাই ( নামাকরণ আমার )
হৃদয়ের গহিনে রেখেছি তোমারে।
ভালোবাসার
সবটুকু না হয় দিয়ে
গেলাম উজার করে।
তার পরও যে
চিত্তের মাঝে মিলে না শান্তি।
দাদা ভাই এই কোন আগুন বইছে ফাগুনে।
বলোনা আমায়
কবে মিলবে এ মনে প্রশান্তির ছায়া।
তোমার দর্শনে যদি কোন উপায় মিলে।
তার জন্য আকুল হৃদয়ে এই পথ চাওয়া।
শত তৃষ্ণা বুকে করে ভালবাসা আমি রেখেছি আগলে।
প্রিয় দাদা ভাই শুধু তোমার ভালবাসা পাবার জন্য।
No comments:
Post a Comment