নিঃসঙ্গ একাকিত্বে আছি
শ্যামল সোম
আমার পাশে আজ আর কেউ নেই
আমি হেমন্তের ঘ্রাণে শুয়ে আছি ঘাসে,
অসহ্য অভিমানে বিষন্ন মনে চরম ত্রাসে।
নির্জন নিরালায় এই হলুদ সবুজ অরণ্যে
কর্ণফুলী নদীর ধাবমান সে উত্তাল স্রোতে
ভেসে গেছে ফাল্গুনের ফেরারী মন হতাশায়।
হে আমার প্রেমের কবি প্রেমের আকাঙ্খায়
উঠে এসো যদি থাকে প্রাণ কল্যাণের আশে
তাই লহ সাথে এসো আমার মানুষের পাশে।
নূপুরের সুরে পা ফেলে ফেলে এলো কাছে
ভালোবেসে পরম মমতায় মায়াবী চন্দ্রানী
চোখের তাকিয়ে মৃদু হেসে কাঁধে রেখে হাত
সে হাতের স্পর্শে আজ সুপ্রসন্ন হয়েছে মন।
কৃতজ্ঞতা নয় সই প্রেমের স্বপ্নীল প্রেম বন্ধনে,
এ বৃদ্ধের ভগ্ন মনে স্বপ্ন বীজ বপন করলে
তুমি সযত্নে নূপুরের ছন্দে ছন্দের আওয়াজে
শেষ ভালোবাসার হাওয়ায় এবার শ্বাস নেওয়া
যায়, জীবনের শেষ গোধূলির লগ্নে ক্ষণিকে,
হে কর্ণফুলী সাঁতার কাটি ঐ সে জল বক্ষে
তোমার প্রেমে ভাসে যাই, ভালোবাসার নদী
তুফান দুই কূল ভাসে দুর্বার দুরন্ত দূর্দান্ত প্রেমে
পড়েছিলাম সদ্য মুক্ত সে এক স্বপ্নের বাংলাদেশে।
উনিশো বাহাত্তর সে স্মৃতি বহমান কর্ণফুলী স্রোতে।
No comments:
Post a Comment