৬বছরে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি।তাছাড়া আমি নগন্য আবৃত্তি শিল্পী হওয়া সত্বেও আমার বাসায় রেকর্ডিং কবিতা বৈশাখী টিভিতে ১৫ দিন ব্যপি বাজিয়েছে ।এছাড়াও বৈশাখী টিভিতে ২০১৪ তে১৫ আগস্টে প্রচারিত বৈশাখী টেলিভিশন আয়োজিত শোক দিবসের বিশেষ লাইভ অনুষ্ঠানের প্রচারিত বিখ্যাত শিল্পী তিমির নন্দীর গান ও আমার কন্ঠে কবিতা আবৃতি করি ৭ টা।
কবিতার সিরিয়াল ও অবস্থান
১) আমি আজ কারো রক্ত চাইতে আসিনি- কবিতাটি নির্মলেন্দু গুণ
২) মহামান্য শেখ মুজিব হে প্রমিথিউস বাংলার- মর্তুজা হাসান সৈকত
৩) তোমার হত্যাকারী- মহাদেব সাহা
৪) এ লাশ আমার রাখবো কোথায় ?সামসুর রহমান
৫) শেখ মুজিব আমার নতুন কবিতা-মহাদেব সাহা
৬) হে স্বাপ্নিক তোমাকে নিবেদিত পংক্তিমালা’ মর্তুজা হাসান সৈকত
৭) সেই রাতের কল্পকাহিনী- নির্মলেন্দু গুণ
এছাড়াও ১৪ই আগস্ট এসএ টেলিভিশনের বিকেল সাড়ে পাঁচটার বেলাশেষের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলাম। জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহ স্মৃতিচারণের পাশাপাশি আমার প্রকাশিত সিডি এ্যালবাম ‘মহাদেব সাহার প্রতিবাদের কবিতা’ এবং মর্তুজা হাসান সৈকত’র লিখা কবিতা নিয়ে প্রকাশিত এ্যালবাম ‘দুঃস্বপ্নের বন্দরে দাঁড়িয়ে’ থেকে আবৃত্তি করেছি বঙ্গবন্ধুকে নিয়ে লিখা তিনটি কবিতা।
মনে পড়ে এ্যডভোকেট আয়াত আলী পাটাওয়ারীর কবিতা
রাসেলের মর্মন্তদ কান্না আজও কানে বাজে
বএিশে যাই,প্রশ্নবিদ্ধ হই।
রেসকোর্স ময়দানের পাশ ঘেঁষে যাই প্রশ্নবিদ্ধ হই।
বনানীর কবর পাড়ায় চিরনিদ্রালয়ের কাছে যাই ,প্রশ্নবিদ্ধ হই ।
টুঈিপাড়ায় যাই,প্রশ্নবিদ্ধ হই।
প্রশ্নবিদ্ধ আমি নিশ্চুপ পাথর হয়ে থাকি পনেরই আগস্টের মতো।
শুধু প্রতি পনেরই আগস্টে নয়
প্রতি নিয়তই
রাসেলের কান্না আজও কানেবাজে
বাংলার আকাশেবাতাসে ইথারে ইথারে ভাসে
সেই
মর্মন্তদ কান্না ।
এটা মন্চে পাঠ করার পর কবি চোখের জল ভিজিয়ে আমাকে মন্চে জড়িয়ে ধরলো। উনি ঐ মন্চে বিশেষ অতিথী ছিলেন। বয়স্ক কবিরা চোখের পানি ফেলেছিল।আমি কোনদিন ভুলবো না।ভালোবাসা ছিলো বলেইতো এখনো আছি আপনাদের মাঝে।আমি নবীনদের কবিতা বেশী পড়েছি ঠিক ।১৫৯০ ভিতর ১৩০০কবিতাই নবনদের কবিতা ইউ টিউব করেছি আমার ইচ্ছামতো কোন অর্থ ছাড়া।আমি চাই কবিদের কবিতায় দেশপ্রেম জাগ্রত হউক।
Wednesday, 28 December 2016
আবৃত্তিকার বদরুল আহসান খান ভাই শ্যামল সোম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment