Friday, 16 December 2016

পাগলী ফিরে আয়

পাগলী আমার কীর্তন খোলা নদী

শ্যামল  সোম  বাঁশিওয়ালা

স্রোতে বহমান নয়
আমি সেই মজা নদী
তবুও হৃদয়ে পূর্ণ প্রেম।
পাগলী তুই  স্বপ্নে আয়
তুই  আমার কীর্তন খোলা
জোয়ার ভাসিয়ে দে পাগলী।
আমার চোরা স্রোতে প্রেম
তোর ঐ সলজ্জ চোখেচোখ,
পড়তেই হঠাৎই  ভূমিকম্প
ঐ ভূমিকম্প মাঝে কক্ষচ্যুত
মীম যমুনা না মেঘনা প্রচন্ড
বেগে বন্যা বন্য প্রেমে ঝাঁপিয়ে
উর্মি তোর আমার জোড়া স্রোতে
সে একুল ভেঙে ওকুল গড়ছে।
আমার স্পন্দন হয় আলোড়িত
ত্রিকোণ প্রেমে  তিনজনের মন
পরস্পরকে ভালোবেসে ধন্য
ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য হলাম।
ভালোবাসা যত করবি দান
অনায়াসে অনিন্দ্য  অনন্ত প্রেম
অমলিন পবিত্র পদ্মের মতন তুই।
আমার তোমার মীমের কাব্য
অলংকরণে চিত্রকল্পে ছন্দের
বিমূর্ত প্রতীক স্বরূপ গঙ্গা আমি
পদ্মা নদী আমার পদ্মাবতী তুই
সে মীম  যমুনা না ইছামতী নদী ?

তুমি সে আমি তিন নদীর মিলন সঙ্গম

শ্যামল সোম

পাগলী আর একবার ফিরে আয়
কসম আমার ভালোবাসার সত্যই
আর কখখন টাল মাতাল হবো  না
তিন সত্যি তোকে ছেড়ে আর কোথাও
কোন দিন তোকে একা ফেলে রেখে
এদিক ওদিক আর কভি নহি  যানা
বিবিজান কসুর মাফ কর দে প্যায়র
মহব্বত কি কসম-  পাগলী ফিরে আয়।

No comments:

Post a Comment