নীলিমায় নীল
শ্যামল সোম
আমার নীল কষ্ট গুলো
সহি, একা একাই অসহ্য,
এই স্বেচ্ছায় নিরবাসন।
জানেন কেউ নেই কাছে,
ভালোবাসার কাঙাল
আশ্চর্য কেউ এলো না
ভালোবাসার উপবাসী
নীলা তোকেই এখন ও
মেঘ বালিকা, পাগলী
বলেই লিখি, নিষ্ফল এ
প্রয়াস জানি তবুও মানে
যে না মন, খুঁজি সারাক্ষণ।
কাছে যাকে শেয়ার করে
অশ্রু নদী মনের কথা জমা
গোপন ব্যথার ব্যথি, তুমিই
না চমকে উঠে না, বিরক্ত
হলে মাফ চাইছি তোমার,
কাছে, যা ছিল পাওনা, দাতা
হয় ক'জন সুজন, সুহৃদকে
বলবো দুখের সকল ইতিকথা
নয়নজলে হালকা হবে মন
যখন তখন মন ভালো নেই
মনের ভালো নেই
কেন বলিস মন?
No comments:
Post a Comment