Wednesday, 28 December 2016

দূরে কোথাও দূরে দূরে

দূর  কোথায় দূরে দূরে

শ্যামল সোম

মিতা সে তো তুমিই জানোই
হৃদয়ে কত খানি জুড়ে আছো
ছদ্মনাম বলি আমাদের সহস্র
স্বপ্নের শাশ্বত প্রেম  অন্যদের
কাছে না হয়, অন্তরে গোপনে
থাক, আপনে মনে যখন স্বরে
গুন গুনিয়ে গাও, " আমার
হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ! "
ভিডিও চ্যাটে আমি শুনি এক
বিমোহিত,বিমুগ্ধ মনে ট্যাবের
স্ক্রিনে বিমুগ্ধ  চোখে চেয়ে আছি।
অপলক দৃষ্টি, কত কাছাকাছি
বিশাল আকাশে মেঘ বলকা ও
তুমি মেঘ বালিকা চলি ভেসে
দুই জনে দুদিক, তুমি  ঢাকায়,
আমি বিনিদ্র নির্জন এ রাতে
এই তিলোত্তমা কোলকাতায়।

No comments:

Post a Comment