ভালো মানুষ আজও আছে
শ্যামল সোম বাঁশিওয়ালা
সব
মানুষ
খারাপ
নয়।
সবাই নয়
ভালো
বা
বদ !
ভালো
মানুষ
আজও
আছে
নহিলে
বিদেশী
বিধর্মী
আমি
হিন্দু
ধর্মের
এক বৃদ্ধ
তবু বহু
ভালো
দাদা
ভাই
বোন
জননী
নাতনি
তাঁদের
সঙ্গে
কোন
রক্তের
সম্পর্ক
নেই।
কিন্তু
অকপটে
স্বীকার
করছি,
নিকট
আত্মীয়
স্বজন
এত
ভালো
ব্যবহার
কোন
দিন
পাইনি।
বাংলাদেশে
আশৈশব
স্মৃতি
তাড়িত।
সবাইর
আপনাদের
সকলের
ব্যবহার
করেন,
আমি
কৃতজ্ঞ ।
প্রতি
বছর
আপনাদের
সহায়তায়,
কুষ্টিয়ায়
লালন
সাঁইজীর
বাউল
মেলায়
সীতাকুণ্ডতে
শিব রাত্রি
মেলায়
একুশে
ফেব্রুয়ারী
ভাষা
শহীদদের
স্মরণে
অনুষ্ঠানে
গিয়ে
থাকি।
এ সত্য
পঞ্চাশ
বছরের
অভিজ্ঞতার
নিরিখে
লিখছি
ভালো
মানুষ
আছে।
তাঁরা
যখন
পাগলের
মতো
আমাকে
ভালোবাসে
আদর যত্ন
করেন যা
আমাদের
হিন্দুদের
সংকোচ হয়
সাহস নেই।
লজ্জিত হই।
সত্যি সত্যিই
মোমিন
মানুষের
বলতে
নারীদের
কথাও
লিখছি।
যথাযোগ্য
সন্মান
শ্রদ্ধা
প্রাপ্য
অধিকার
স্বাধিকার
জন্য
বহু
পুরুষ
মানুষ
সোচ্চার
হন।
আমার
একান্ত
সকল
দেশের
রানী
বাংলাদেশ
প্রাকৃতিক
সৌন্দর্যে।
সত্তর
বছরের
অভিজ্ঞতার
উপরে
নির্ভর
করেই
লিখেছি,
আমার
গ্রন্থ এর
" ভালোবাসার খোঁজে
বাংলাদেশে,"
আমার
জন্ম
ময়মনসিংহে
ধর্ম
পালন
করি
যে
যার
মত।
কিন্তু
দুর্ভাগ্য
নিজের
প্রিয়
জন্মভূমি
শিকড়ের
টান এত
সহজে
কি ছেঁড়া
যায় ?
1945 সালে
আমার
জন্ম
থেকেই
পরবাসি।
কাউকেই
আঘাত
করার
জন্য
এই লেখা
নয়।
ক্ষমা
করবেন
যদি
কেউ
আঘাত
পান।
শুভ
সন্ধ্যা
আন্তরিক
শুভেচ্ছা
রইলো।
No comments:
Post a Comment