অশ্লীলতার দায়ে কবি ( এ লেখাটি এক নবিন কবিকে উৎসর্গিত)
শ্যামল সোম
আজ মধ্য তারা তাঁরা দিচ্ছে পাহারা
বীতশ্রদ্ধ শীতার্ত রাতেএই কম্বলে সাহারা
মরুভূমির শয্যায় হায় অতৃপ্ত সহবাসে
দুটি তৃষ্ণার্ত চাকত মন কেন খোঁজে
অজানা ভালোবাসার মানুষের ঐ স্পর্শে
শিহরণ বহমান উজান নদীর স্রোতে?
প্রেম হীন দেহের আকাশে জ্যোৎস্নায়
চিক চিক করে নদী আলোকিত রাতে।
ঘুম নেই আমার তোমার তবু শয়নে শুয়ে
ভান করে সুখী দম্পতির দাম্পত্য জীবন
শুধুই যে যার স্বপ্নের মায়াবী জাল বোনা।
কেন খুঁজে ফেরে মন সে এক মনের মাঝে
কাছাকাছি আসা মনের মানুষের খোঁজে?
সহবাস এই ধর্ষনে শোকাচ্ছন্ন দেহ কি তৃপ্ত
সম্ভোগে এত জঞ্জাল সাফাই অভিযান নয়
ভালোবেসে দাম্পত্য জীবনে সৌখিন রঙিন
সাজানো সংসারে পরস্পরের প্রতি আনুগত্য
না অনুরাগে রক্তিম আবীরে রাঙাঠোঁটের
এ চুম্বন এত বিস্বাদ বিষাদের বিবাদে বিষন্ন
পরস্পরের হৃদয়ের স্পন্দনে আলোড়িত দু
জনের মন উষ্ণ প্রেমের স্পর্শে কত আয়োজন।
" এ শুধুই নিষ্ফল প্রয়াসে কেন ব্যর্থ হলো রঞ্জন?"
" নন্দিনী আমার আদরের নীলাঞ্জনা
বিভোর তোমার প্রেমের ব্যর্থতার শেষে
যখন পাগলের মত ভালোবেসেই কাছে
যেতে চাই, রক্তিম সূর্যোদ্বয়ের ভোরে
তখন দেখি আমারই কোন ভুলে তুমি
ফিরে যাচ্ছো তোমার ভালোবাসার
ঐ যুবকের ঐ প্রখ্যাত কোন কবির সাথে
ঘণ কুয়াশায় আলো আঁধারাচ্ছন্ন একাকীত্ব
মাঝেই আমি এক দূর নক্ষত্র, দেখি তোমাদের।
No comments:
Post a Comment