ময়মনসিংহ এর আমার এক পাগলী
( আমার বান্ধবী যিনি ছবি আঁকেন ও অসামান্য কবিতার লেখেন তাঁকে উৎসর্গিত )
শ্যামল সোম
তোকে যে হঠাৎ একদিন
ভাবে তোর বান্ধবীদের
সাথে প্রখ্যাত শিল্পী
জায়নাল আবেদনের শিল্প
সংগ্রহ শালায়, কোলকাতা
থেকে প্রাণের টানে
ছুটে এসেছি, বক্তৃতা দিতে
এ তো বাহানা তবু যখন
কোলকাতায় প্রস্তাব এলো,
উনিশো তেতাল্লিশের
দুর্ভিক্ষ প্রতিচ্ছবি চালচিত্র
যা আজও মানবিকতার
বাঙ্ময় পৃথিবীর বিভিন্ন
দেশের মিউজিয়ামে এমন
সভ্যতার কলঙ্কিত ইতিহাসের
বাস্তবায়ন দলিল খুঁজে
পাইনি, প্যারিসে ব্রিটিশ
মিউজিয়ামে বিখ্যাত শিল্প
সমালোচক আমার সাথে
একাত্ম বোধ করেছেন।
আমার দৃঢ় বিশ্বাস শিল্প
সাহিত্য জনগনের বার্তাবহ
সে জন্য এই মহান শিল্পীর
প্রতি সম্মান শ্রদ্ধায় নতশির।
তাই " শিল্পী জয়নাল আবেদীন
শিল্পে বাঙ্ময় দুর্ভিক্ষ "
এই বিষয়ে আমার জ্ঞান
সীমিত সম্পদ শ্রদ্ধা বললাম।
বাংলাদেশে তখনও বঙ্গভঙ্গ
আইন বাতিল ছিল।
হিন্দু আর মুসলমানদের
বাঙালীর প্রবল উচ্ছাস
বহে যেত গঙ্গা পদ্মার
বহমান নদী ভালোবাসা বহে
নিয়ে যেত, আমার সচক্ষে
দেখা কি পরস্পরের প্রতি
বিশ্বাস,সৌহার্দ দাদুর সাথে
পরবর্তী কালে শৈশবের স্মৃতি!
দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সে শুরু
1943 সৈনিকদের খাদ্য
সরবরাহের জন্য কালোবাজারি
মজুমদারের সহযোগে
ইংরেজ সরকারের ঘৃণ্য
অপরাধে ষড়যন্ত্রে লক্ষ লক্ষ
মানুষের জীবন বিপন্ন জীবন
বিপর্যয়ের শিকারে হত্যা।
কানে আজও বাজে,
" মা মাগো ফ্যান দাও "
ঢাকা থেকে এসেছি
আমার ফেলে যাওয়া গ্রাম
ফুলপুর, মুক্ত গাছার
জন্মভূমি প্রণাম করে, এলাম
আমার বন্ধুবর মুজতবা
গুনি মানুষের সাথে
এই মেঘনার
শাখা নদীরধার এ জয়নাল আবেদীন
সংগ্রহ শালায় প্রাঙ্গণে
মণির সাথে দেখা পাগলের
মত এ বৃদ্ধকে ভালোবাসে, দেখা
হতেই " দাদু " বলে - ছুটে এসে
জড়িয়ে ধরতে গিয়ে থমকে যায়
ভালোবাসা ভরা মণির দুচোখ
এ টলটল করছে জল, চশমা
আড়ালে ঝাপসা হচ্ছে
আমারও দুচোখ,
মুজতবার মুখে মৃদু হাসি।
হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে
নাতনীর মাথায় স্নেহের হাত ধরে
জানি তোর অভিমানের কথা
ঢাকার শিল্প নিকেতন কলা ভবনে
প্রেক্ষাপট গৃহে মণি তোর সাথে
দেখা হতেও তুই কাছে আসতে
পারলি না ভীড়ে সাদা পোষাকে
পুলিশের অনাবশ্যক সন্দেহাতিতে।
এ পাগলী স্বপ্নের রাজকন্যা নাতনী
চোখেমুখে উচ্ছাসে প্রকাশ পাচ্ছে
আমার প্রতিবেদনে মণির মুগ্ধতা
কানে কাছে মুখ এনে বলে, " মুগ্ধ
আমি অনুপ্রাণিত দাদু আশীর্বাদ
করো যেন শিল্পে ও সাহিত্যে মানুষের
জনযুদ্ধ মানুষদের মানুষের জন্যে
এক আমার অঙ্গীকার "
ভুপেন্দ্র হাজারিকার গান ভেসে
আসছে, মানুষ মানুষের জন্যে ---
একটু সহানুভূতি পেতে পারে না ।"
" তুই ফেলে এসেছিস মন মনরে আমার " ঢাকা বিমান বন্দর
থেকে উড়ে বিমান কোলকাতার উদ্দেশ্যে -- কি সেই ফেলে যাচ্ছি
আমার জন্মভূমি না ময়মনসিংহ এর আমার বাল্যপ্রেম পাগলী ?
No comments:
Post a Comment