Friday, 2 December 2016

শ্যামল সোম

জনৈকার কাব্য পাঠে প্রাণিত প্রাণের কথা।

জননী বোনের প্রতি অর্ঘ্য নিবেদন

শ্যামল  সোম

হে  নারী তুমিই আমারে জননী হয়ে
আপন শরীরে করেছেন ধারণ পালন
নাড়ি কাটা শিশুর জন্ম লগ্ন  থেকেই
মাতৃ দুগ্ধ প্রাণে মমতায় তোমার কৃপায়
মানুষের প্রতি কালের গর্ভে উন্মেষ ঘটে
মানবতার ধর্মে দীক্ষিত করেছো জননী
মা তোমারই শেখানো গান, আজও গাই----
" সবারে বাসরে ভালো, নহিলে মনের
কালো ঘুজবে নারে," অমরত্ব প্রাপ্তির
তল্লাশে নাই মন, প্রতীক্ষিত লাল আবীরে
আকাশে ভালোবাসার রঙে রাঙা আকাশে
মুগ্ধ নয়নে বিমোহিত পৃথিবীর সৌন্দর্যের
প্রতিফলন  আলোড়িত মনে  এ লিখন।
আমার আন্তরিক প্রয়াসে বোন জননীদের
স্বাধিকারের সপক্ষে কবিতাই আমার অর্ঘ্য।
বৈশালী এ অর্ঘ্য কৃপা করে গ্রহণ ধন্য করো।

No comments:

Post a Comment