তোমার পাহাড় ( হতে চাই )
বাঁশিওয়ালা শ্যামল সোম
বেশী কিছু নেই ...
বৈশালী যা তোমাকে ছূঁয়ে আছে,
আমার এই পাহাড়ের
ফোয়ারার ঝর্ণা কন্যা
সন্তান জন্ম হয়ে আজন্ম
অপমানে অভিমানে
আত্মহননে জন্য পাহাড়ের
বুক চিঁড়ে ঝাপিয়ে, হৃদয়ের
আমার স্পন্দন স্তব্ধ নিঃসঙ্গী।
প্রাতে শুনি আহীর
ভৈরবী রাগে আমার
বড় আদরের কন্যা
ঝর্ণা বর্ষণে সুরের তরঙ্গে,
হিমালয়ের প্রাকৃতিক
সৌন্দর্যে বিমোহিত পরিব্রাজক
পর্বতের যাত্রী
থমকে দাঁড়ায় ঝর্ণার রূপ
লাবণ্যে বিমুগ্ধ চোখে।
মা ঝর্ণা তোর এই অজানা
অচেনা কারো বুকে
ঝাঁপিয়ে পড়ায়
সুপ্রাচীন এ বৃদ্ধ পিতা
পাহাড় আমি আমার
দুই চোখ বেয়ে জল পড়ে।
আপনার অসামান্য লেখা
আমাকে অনুপ্রাণিত করে।
No comments:
Post a Comment