আমার আদরের কলি
( সদ্য প্রেমে পড়লাম আজ নিশি ভোরে,
তাকেই উৎসর্গিত করবীর ফুলের কলি
যে জন আজ রয়েছে এই বৃদ্ধের হৃদয়ে জুড়ে )
পুরুষের কামনা শ্মশানে চিতায় উঠে
আগুনে পুড়লেও যায় না, কিম্ভূত ভুত
হয়ে তাই তোকে ধরতে ফিরি অতৃপ্ত
বাসনায় এ ভুতের বিদেহী মন, তপ্ত
দেহের দহণে আলিঙ্গনে অশরীরী
এই দেহ তোকে দুহাতে জড়িয়ে শক্ত
ধরে যেই চুম্বনে ঠোঁট এগিয়ে যেতেই
বায়ুবিয় আশরীরের নাগালে বাহিরে
ময়না পাখির দোল খেয়ে পালালি।
আমার আদরের পাগলি তোর জন্যই
( মাফ করবেন) মরার পর ও আমার
একটুও সুখ নেই বিমূর্ত মনে, তোকে
আমি সত্যিই ভালোবাসি,লোকের কাঁধে
চোড়ে শ্মশাণ যাত্রার সময় বারবার
পিছু ফিরে তাকিয়েই ছিলাম তোকে
শেষ বারের মত দেখার আশায়, মুহূর্ত
জন্য পাগলি তোর চাঁপা ফুলের মত মুখ।
মৃত্যুর ওপার থেকে এ ভুত প্রেমিকের
তোর সাজানো সংসার আগমনে অনিষ্ট
করবো না রে পাগলি মরার পর ভালোবাসি।
No comments:
Post a Comment