পৃথিবীর স্মরণীয় মহা বিপ্লবী ফিদেল কাস্ত সন্মান এ
আমার এক অনুপ্রেরণা দায়িনী কে এই কবিতা উৎসর্গিত।
কবি নীরব কেন
শ্যামল সোম বাঁশিওয়ালা
হে ঊর্মিমালা হে আমার স্বপ্নের কবি
আজ নীরব কেন কবি, তুমিই শান্তি
দূত, আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে
প্রান্তরে হত্যার নির্যাতনের শিকার
মানবতার,সহিংস্র পশুরা অতর্কিতে
ঝাঁপিয়ে পড়ছে বোমারু বিমানে
সাঁড়াশি আক্রমণে বিপন্ন লিরিয়া
বহু রণাঙ্গন বিস্ফোরণের মরিয়া
মানুষের মিছিল শরণার্থী শিবিরে
আশ্রয় ও খাদ্যের জন্য হাহাকারে।
একবিংশে শতাব্দীর এই কি শুরু
তৃতীয় বিশ্ব মহা যুদ্ধ কি সত্যই আসন্ন?
হে ঊষসী হে ঊর্মিমালা সশব্দে প্রচন্ড
ছুটে আসা বিপদজনক আগ্নেয় জ্বলন্ত
গোলা, লোহিত সাগরের ঢেউয়ের মতন
তোমার সুতীক্ষ্ণ শানিত অস্ত্র বল্লম কলমে
শব্দের অগ্নি বাণে তীব্র আঘাতে আঘাতে
চূর্ণ বিচূর্ণ করো বিপ্লবের কবি প্রত্যাঘাতে
প্রতিরোধ গড়ে তোল,ঐ প্রতিবাদে ক্রুদ্ধ
জনগণের মুখে হে কবি তোমারই শুদ্ধ
অমোক বাণী--
" আমাদের সহস্র বছরের সাম্যবাদের
মানুষে মানুষে ভেদাভেদ ধর্ম স্বাধীন
মানুষের মানুষ, মানবিকতার সপক্ষে
এ যুদ্ধে সাহসিকতায় আমরাও সম্মুখে!"
হে কবি তোমারই লেখে সে গান গাইছে
মানুষের মিছিল," আমাদেরই হবে জয়
হৃদয়ে রয়েছে দৃঢ় প্রত্যয়, মুক্ত হবে নিশ্চয়!
আমাদের সশস্ত্র সংগ্রাম চলছে, প্রয়োজনে
দেব এক নদী রক্ত, জনতা সংগ্রাম চলছে
শহীদের রক্তের স্মরণে এ হৃদয়ে রক্ত ক্ষরণ!"
হে আমার শ্রদ্ধেয়া কবি তুমি এখন নীরব কেন ?
No comments:
Post a Comment