মাগো তোমায় ভীষণ মনে পড়ে
শ্যামল সোম
আমার সুখের ঘরে দোর
দুঃখ আমায় জড়িয়ে ধরে।
এত ভালোবাসায় বোন তোর
দাদাভাইয়ের প্রতি এত মায়া
এই বোন তুই আমার মা হবি?
মেলার ভীড়ে আমার হৃদয় পুরে
মা জননী গেছেন হারিয়ে, পুড়ে
যাচ্ছে বুক পাঁজরে আজ ক্ষণে
ক্ষণে প্রতিনিয়ত রক্তক্ষরণ !
দুই চোখে শুধুই অশ্রু ঝরে।
হঠাৎই সত্তর বছরের পরে
স্মৃতি ! হৃদয়ের বেদনা খোঁড়ে।
বৃষ্টি ভেজা গোধূলির রঙ এর সবাইকে,
আমার আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত
ভালোবাসা স্নেহাশিস নিও বোন ও ভাই।
No comments:
Post a Comment