যৌবনে কলেজে পিকনিকে
শ্যামল সোম
দামী লাকসারী বাসে ফলতায় গঙ্গার পারে যাওয়ার জন্য কে কার পাশে বসবে হুড়াহুড়ি।
আমি ইংলিশ মিডিয়াম এই কলেজে ছাত্র একটু গোবেচারা ইংলিশে অনার্স ফাইনাল পরীক্ষা শেষ ।
টেনশন নেই, সবাই ব্যস্ত বসার জন্য হৈ হুল্লোড় ভাবছি পালাই পিকনিকে যাবো না, হঠাৎই সুস্মিতা
ফিজিক্স অনার্স সেকেন্ড ইয়ার প্রেসিডেনসি এই কলেজের অধ্যক্ষ প্রফেসর ছাত্র ছাত্রীদের প্রিয় পাত্রী।
অপরূপা অথচ নিজের দেহ সৌন্দর্য অচেতন মেধাবিনীর ডাক, " এই সোম এখানে এসো --
" চোখে কৌতুক হাস্য উচ্ছল জ্বল জ্বল দৃষ্টিপাত আমি কুপোকাত।
বাসার দ্রুত গতিতে ছুটছে।
আমি গুটি গুটি পায়ে সকলের ঈর্ষান্বিত চোখে সামনে একটু সাহস সঞ্চার বলি, hi সুমি thanks !
সুস্মিতা কৃষ্ণ কালো বড় বড় চোখের পাতা নাচিয়ে ইশারায় পাশে বসতে বলে।
জেকেটের পকেট থেকে বিশাল চকলেট বার এগিয়ে দিলাম, হাতে পিঞ্জ প্রেমের চিমটি।
জলের বোতল চিপসের প্যাকেট নিয়ে পাশে বসে সুস্মিতার দেহে loveme perfume স্নিগ্ধ গন্ধে আকুল।
কলা পাউরুটি ডিম সেদ্ধ মোওয়া নিয়েও কারাকারি।
সুমি ওদিকে তাকিয়েই হেসে ওঠে জ্যোৎস্না আলোর জ্বলে উঠল, বাজ পড়ার শব্দে সবাই হেসে উঠল,
আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সবাই জানে।
সুমি চিকেন স্যান্ডি বের করে নিজের হাতে খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে আবার ,হাসির রোল উঠল আশিকীর
গান গাইছে গীটার বাজিয়ে।
পরস্পরের কাছাকাছি বসে সুমি হেলান দিয়ে আমার কাঁধে মাথা রেখে ফিস ফিস করে বলে, "সোম তুই অক্সফোর্ড পড়তে যাবি---
আমি একা একা থাকবো কী করে সোম ?"
মেয়েদের ছল ছল চোখে কান্না টল টল করছে কষ্ট হয় মনে, সুমি মাথা হাত বুলিয়ে বলি, " পাগলী চল আমার সঙ্গে
Acsro physic লন্ডনে না হলে USA চল দুজনে যাই আমি MASS COMMUNICATION নিয়ে পড়বো।
ফলতাতে গঙ্গার পারে বাগান বাড়িতে পৌঁছে গেলাম।
এবার যে যার রসে বসে সে তারের মতন জমে জমে একেবারে কাঁঠালের আটা।
অন্তরীক্ষ এ অন্তরক্ষরী খেলা, চাদর বিছিয়ে কোথাও তিন পাততি, লাল জল টলটল দেহ।
দূরে বসে যৌবনের দূত দূতিরা বসে গানের কথা খেই ধরেই গান, মেমরি গেম, ক্রিকেট খেলছে কেউ কেউ ।
আমাদের গানের ফাঁকে চোখে চোখ রেখে মৃদু হাসি,
ফলতার গঙ্গার ধারে সুমির হাত ধরে এক সাথে হাঁটা
গাছের আড়ালে
পরস্পরের ঠোঁট, প্রথম প্রেমে পড়ার কলেজের পিকনিকে,
দুর থেকেই সুমিষ্ট স্বরে সুমির কন্ঠে--
" আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনে",
সেলফি তোলা পরস্পর জড়িয়ে।
গঙ্গার জলে আমরা দুজনে নৌকায়বিহার।
প্রতীক্ষিত প্রেমের গল্প সল্প এ বাড়ে আমাদের প্রেম।
অন্যরা পরস্পরের মোবাইল ফোনের নম্বরের আদান প্রদান করছে।
" আমার পরান যাহা চায় তুমি তাই গো"।
শেষে ঐ সুস্মিতার গানের রেশ নিয়ে ঘরে ফেরা।
No comments:
Post a Comment