কথোপকথন
বাঁশিওয়ালা
ঊর্মি- --
আমি বলেছিলাম,
তোমার সুখের জন্য সব কিছু
ত্যাগ করতে পারবো,
কিন্তু তোমার সুখের জন্য যে
তোমাকে আমার ত্যাগ করতে হবে ।
এটা আমি কখনো ভাবিনি........
আমি--
ঊর্মি তোকে ত্যাগ করার সাধ্য নেই
অথচ আমি স্বীকার করতে পারছি কৈ
আমাদের মাঝে বরাবর এক বিস্তীর্ণ চর
দখলে রয়েছে সময় ভয়াবহ এক নিশাচর।
ঊর্মি তুমিই স্বপ্নপ্রেম আমার
হৃদয়ের আকাশে
সন্ধ্যাতারার দিকে চেয়ে রাত
ঢলে যায় আবেশে।
ঊর্মি অভিমানে ঘুরিয়ে নিয়েছো তুমি মুখ
ফিরে যাচ্ছি, ভালো থেকো রইল তোমার সুখ।
No comments:
Post a Comment