আমার প্রাণের ভালো মানুষ ( সংকলন )
আবৃত্তিকার বদরুল আহসান খান, কবিতার সাথে
তাঁর আধ্যাত্মিক যোগে কবিতার করেন বসবাস।
তরুন
সাহিত্যিকদের কাছে এক প্রিয় নাম।
বর্তমান সময়ে যে কজন মানুষ কবিতাকে হৃদয়ের ধারন করে
আরো শ্রুতি মধুর ভাবে বাচিক শিল্পে রুপান্তর করার জন্য
নিরলস ভাবে কাজ করে চলেছেন বদরুল আহসান খান
তাদের মধ্যে অন্যতম আবৃত্তিকার।
প্রবীন এই বাচিক শিল্পির জন্ম ২৭ মার্চ ১৯৪৯ সালে জামালপুর
জেলায়।
বাবা সরকারী কর্মকর্তার কর্মস্থলেরর সুবাদে শৈশবের বেশ কিছু
সময় কাটিয়েছেন চট্রগ্রাম ও রংপুর।
এর পরেই পরিবারের সাথেই স্থায়ী হন ঢাকায়। দশ ভাই ও দুই বোন
এর বড় এক সংস্কৃতিমনা পরিবারের বেড়ে ওঠা এই গুনিজন আবৃত্তিকারের।
কিশোর বয়স থেকেই তিনি বড় ভাই মন্জুরুল আহসান খানের
সান্নিধ্যে গনসংগীত ও কবিতা আবৃত্তির প্রতি বিশেষ আকৃষ্ট হোন।
দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন উদিচীর সাথে আছেন
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই।
২৫শে মার্চ ৭১ সালের মক্তিযুদ্ধের শুরুর প্রথম প্রহরে
তিনি চামেলি বাগের নিজ বাসভবন পরিবারের সাথেই ছিলেন।
বাসাটি রাজারবাগের কাছে হওয়ায় সেই কালো রাতের
লোহমর্ষক স্মৃতি বুকে বয়ে বেড়ান আজো।
সংস্কৃতি মনা পরিবার ও বড় ভায়ের বাম দলের প্রতি অনুরাগের
কারনে তাদের পরিবার পাক বাহিনীর খারাপ লক্ষ্যবস্তুুতে
পরিনত হতেই পারতো,কিন্তু সৃষ্টি কর্তার অশেষ কৃপায় তারা রক্ষা পান।
মুক্তিযুদ্ধের সময় নিজের পরিবারের অনেক সদস্য মুক্তি যুদ্ধে
সরাসরি অংশগ্রহন করলেও তিনি শারীরিক অসুস্থতার জন্য
মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহন না করতে পারার বেদনায় ব্যথিত
সে সময়ের বঞ্চিত মানুষের জন্য গনসংগীত ও দলসংগীত গেয়ে
বেড়ানো এই সংস্কৃতি প্রেমি মানুষটি।
সরকারী চাকুরে থেকে অবসর নেওয়ার পরও এই সুমিষ্ট ভাষি
আবৃত্তিকার সাহিত্য চর্চার অন্যতম শাখা কবিতা আবৃত্তির প্রতি
তার প্রগাঢ় ভালোবাসা তরুন কবি ও পাঠকদের কাছে
এক প্রিয় মানুষ হিসেবে সমাদৃত হয়েছেন।।
বিভিন্ন সময়ে তিনি প্রতিষ্ঠিত কবিদের কবিতা আবৃত্তি করে
ব্যাপক প্রশংসিত হয়েছেন।কবিতা নিয়ে কাজ করেছেন বেতার
ও টেলিভিশনেও।
বর্তমানে তিনি তরুন কবিদের উৎসাহ দিতে নিঃস্বার্থ ভাবে
তাদের কবিতা আবৃত্তি করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন।
এছাড়াও আবৃত্তিকার বদরুল আহসান খান বিভিন্ন সাংস্কৃতিক,
সাহিত্য ওসামাজিক উন্নয়ন মুলক সংগঠনের সাথে জড়িত।
দেশের প্রবীন এই বাচিক শিল্পীর সুস্থতা ও দির্ঘায়ু কামনা করি।
আবৃত্তিকার বদরুল আহসান খান, তরুন সাহিত্যিকদের কাছে এক প্রিয় নাম।
বর্তমান সময়ে যে কজন মানুষ কবিতাকে হৃদয়ের ধারন করে আরো
শ্রুতি মধুর ভাবে বাচিক শিল্পে রুপান্তর করার জন্য নিরলস ভাবে কাজ
করে চলেছেন বদরুল আহসান খান তাদের মধ্যে অন্যতম আবৃত্তিকার।
সাহিত্য চর্চার অন্যতম শাখা কবিতা আবৃত্তির প্রতি তার প্রগাঢ় ভালোবাসা
তরুন কবি ও পাঠকদের কাছে এক প্রিয় মানুষ হিসেবে সমাদৃত হয়েছেন।।
বিভিন্ন সময়ে তিনি প্রতিষ্ঠিত কবিদের কবিতা আবৃত্তি করে ব্যাপক
প্রশংসিত হয়েছেন।
কবিতা নিয়ে কাজ করেছেন বেতার ও টেলিভিশনেও।
বর্তমানে তিনি তরুন কবিদের উৎসাহ দিতে নিঃস্বার্থ ভাবে তাদের
কবিতা আবৃত্তি করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন।
এছাড়াও আবৃত্তিকার বদরুল আহসান খান বিভিন্ন সাংস্কৃতিক,
সাহিত্য ওসামাজিক উন্নয়ন মুলক সংগঠনের সাথে জড়িত।
দেশের E0%A6প্রবীন এই বাচিক শিল্পীর সুস্থতা ও দির্ঘায়ু কামনা করি।
No comments:
Post a Comment